Advertisement
১৯ নভেম্বর ২০২৪

দুই জায়গায় ‘প্রহৃত’ পুলিশ, পাকড়াও ২

ফের পুলিশ-পেটানোর অভিযোগ শহরে। পরপর দু’দিন দুই ব্যক্তির হাতে জখম হলেন তিন জন ট্র্যাফিক সার্জেন্ট। মঙ্গল ও বুধবার ঘটনা দু’টি ঘটেছে বেনিয়াপুকুর ও শিয়ালদহে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৭ ০১:০০
Share: Save:

ফের পুলিশ-পেটানোর অভিযোগ শহরে। পরপর দু’দিন দুই ব্যক্তির হাতে জখম হলেন তিন জন ট্র্যাফিক সার্জেন্ট। মঙ্গল ও বুধবার ঘটনা দু’টি ঘটেছে বেনিয়াপুকুর ও শিয়ালদহে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে বেনিয়াপুকুরের ঝাউতলা রোড ও নাসিরুদ্দিন রোডের মোড়ে ডিউটি করছিলেন ইস্ট ট্র্যাফিক গার্ডের সার্জেন্ট মহম্মদ ইমরান।

ইমরান অভিযোগ করেছেন, ওই এলাকায় ‘নো পার্কিং জোন’-এ একটি অ্যাপ ক্যাব রাখা ছিল। তিনি চালককে ট্যাক্সিটি সরিয়ে নিতে বললে সে আচমকাই তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ে। এলোপাথাড়ি কিল-ঘুষি-চড়-লাথি চালাতে থাকে। অভিযুক্ত
চালক মহম্মদ আলিকে গ্রেফতার
করেছে পুলিশ।

বুধবার একই ঘটনা ঘটে শিয়ালদহ উড়ালপুলে। শিয়ালদহ ট্র্যাফিক গার্ডের সহ-সাব ইনস্পেক্টর শঙ্করকুমার রায় অভিযোগ করেন, ওই দিন সকাল ১০টা নাগাদ তিনি এক ব্যক্তিকে শিয়ালদহ উড়ালপুল দিয়ে বিপজ্জনক ভাবে হাঁটতে দেখেন। ঘটনাস্থলে মোতায়েন সিভিক ভলান্টিয়ার বিমলচন্দ্র দাস ওই ব্যক্তিকে বাধা দিলে সে অশ্লীল গালিগালাজ করে তাঁকে ধাক্কা মারে। আরও অভিযোগ, শঙ্করবাবু এগিয়ে গিয়ে ওই ব্যক্তির নাম জিজ্ঞেস
করলে সে তাঁকেও ঘুষি মেরে চশমা ভেঙে দেয়।

শঙ্করবাবুর অভিযোগের ভিত্তিতে আবু বকর নামে ওই ব্যক্তি গ্রেফতার হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে কোনও পরিচয়পত্র বা নথি পাওয়া যায়নি।

মিলল বাতিল নোট। ফের মিলল পুরনো ৫০০ টাকার নোট। বৃহস্পতিবার, সল্টলেকের একটি ভ্যাট থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে বিদ্যাসাগর আইল্যান্ডে বিধাননগর সরকারি কলেজের পাঁচিলের ধারে একটি ভ্যাটে ১০০টি পুরনো ৫০০ টাকার নোটে মোট ৫০ হাজার টাকার ওই বান্ডিল পড়ে থাকতে দেখা যায়। কে বা কারা ওই টাকা ফেলে গিয়েছে, খতিয়ে দেখছে পুলিশ।

অন্য বিষয়গুলি:

Police Detained Sealdah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy