নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়।
ভার্চুয়াল মাধ্যমে রিমোটের বোতাম টিপে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এর দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয়। শুক্রবার সেই অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।দীর্ঘদিন পর একই অনুষ্ঠানে উপস্থিত থাকলেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। ছিলেন শান্তনু ঠাকুর।
উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বলেন, ‘‘আমি এখানে উপস্থিত থেকেছি প্রধানমন্ত্রীর জন্য। কারণ বাংলার একটি হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসের ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আমাকে দু’বার ফোন করে ছিলেন। বাংলার উন্নয়নের ব্যাপারে প্রধানমন্ত্রী আগ্রহ দেখিয়েছেন, এ জন্য ধন্যবাদ। ’’ এর পরই মমতা বলেন, ‘‘কিন্তু আমি এখানে উল্লেখ করতে চাইব, এই ক্যাম্পাসের উদ্বোধন আমরা আগেই করে দিয়েছি। কারণ কোভিডের প্রথম তরঙ্গের সময় আমাদের বেশি স্বাস্থ্য পরিকাঠামোর দরকার হয়েছিল। তখনই এক দিন আমি নিউ টাউনের এই হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাস দেখি এবং ব্যবহারের সিদ্ধান্ত নিই। আমরা এখানে সেফ হোম তৈরি করি। এই ভবনটি আমাদের খুব কাজে এসেছে।’’ মমতা আরও বলেন, ‘‘এই হাসপাতাল গড়তে ২৫ শতাংশ অর্থ রাজ্য দিয়েছে। ১১ একর জমি দিয়েছে রাজ্য। হাসপাতালের রেকারিং খরচও রাজ্য দেবে।’’ এর পর মোদীর সামনেই মমতা অভিযোগ করেন, ‘‘কোভিড মোকাবিলায় ৪০ শতাংশ দ্বিতীয় ডোজ এখনও পায়নি রাজ্য।’’
West Bengal Chief Minister Mamata Banerjee also attended the inauguration ceremony of the Chittaranjan National Cancer Institute pic.twitter.com/f1DSWmavmC
— ANI (@ANI) January 7, 2022
উদ্বোধনের পর মোদী বলেন, ‘‘এই হাসপাতাল বাংলার অনেক নাগরিকের সুবিধা করবে। শুধু কলকাতা নয়, আশপাশের জেলাগুলিও উপকৃত হবে। বিশেষ করে দুঃস্থদের ক্যানসার চিকিৎসায় এই হাসপাতাল বড় ভূমিকা নেবে। বর্ধমান এবং মুর্শিদাবাদেও ক্যানসারের চিকিৎসা হবে।’’ মোদী এর পর যোগ করেন, ‘‘এই অনুষ্ঠানে একটা কথা বলতে চাইব। আজ একটা গুরুত্বপূর্ণ দিন, যখন ভারতে ১৫০ কোটি টিকা দেওয়ার কাজ শেষ হয়েছে। তা-ও এক বছরের কম সময়ে এই টিকাকরণ হয়েছে। এটা আত্মনির্ভরতা, আত্মগৌরবের প্রতীক।’’
প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘‘দেশে দেড় কোটি কিশোর-কিশোরীরও টিকাকরণ হয়েছে। মাত্র পাঁচ দিনের মধ্যে দেশের কিশোর-কিশোরীদের প্রথম টিকা দেওয়া হয়েছে। ৯০ শতাংশেরও বেশি মানুষকে প্রথম টিকা দেওয়া হয়েছে।’’
মুখ্যমন্ত্রী উল্লেখ করেছিলেন, কোভিড মোকাবিলায় ৪০ শতাংশ দ্বিতীয় টিকা এখনও পায়নি রাজ্য। নিজের বক্তৃতায় তারই জবাব দিলেন মোদী। করোনাকালে বাংলাকে কী রকম সাহায্য করা হয়েছে, তার উল্লেখ করতে গিয়ে মোদী বলেন, ‘‘বাংলাকে ১.৫ হাজার ভেন্টিলেটর দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে অক্সিজেন সিলিন্ডার। বাংলা ১১ কোটি টিকা পেয়েছে।’’
নিউ টাউনে চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ক্যানসার চিকিৎসার অত্যাধুনিক সব সুযোগসুবিধা থাকবে ওই হাসপাতালে। থাকবে নিউক্লিয়ার মেডিসিনের সুবিধা, রোগীর আত্মীয়দের থাকার জন্য অতিথিনিবাস এবং চিকিৎসকদের আবাসন। থাকছে ৭৫০টি শয্যা। প্রায় ১০০০ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে ওই দ্বিতীয় ক্যাম্পাস।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy