Advertisement
০৫ নভেম্বর ২০২৪

‘বস্তাবন্দি’ জিনিসের পাশেই তৈরি হচ্ছে চা

বস্তাভর্তি বিভিন্ন সামগ্রী বারান্দার এক পাশে ডাঁই হয়ে ছড়ানো-ছিটানো। পাশেই স্টোভে হচ্ছে চা। 

অলিন্দে পড়ে বস্তা। নিজস্ব চিত্র

অলিন্দে পড়ে বস্তা। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮ ০০:৫০
Share: Save:

বস্তাভর্তি বিভিন্ন সামগ্রী বারান্দার এক পাশে ডাঁই হয়ে ছড়ানো-ছিটানো। পাশেই স্টোভে হচ্ছে চা।

কলকাতা পুরসভার সদর দফতরের রেকর্ডস সেকশনের সামনে এমনই হতশ্রী দশা। অসংখ্য বস্তাভর্তি সামগ্রী দীর্ঘ দিন ধরে পড়ে থাকায় বিপদের আশঙ্কা করছেন পুরকর্মীরা পুরসভার সদর দফতরের মূল প্রবেশপথ দিয়ে ঢুকে সামান্য এগোলেই একতলার বাঁ দিকে রয়েছে একাধিক বিভাগ। রেকর্ডস, বার্থ ও ডেথ সার্টিফিকেট, অ্যাসেসমেন্ট সংক্রান্ত সমস্যা নিয়ে নিত্যদিন মানুষ আসেন। ওই তলারই বারান্দায় এক পাশে বস্তার স্তূপ পড়ে রয়েছে দীর্ঘদিন। অভিযোগ, পুর কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট বিভাগগুলির তরফে জানানো সত্ত্বেও তা সরানো হয়নি। এক পুর কর্মীর কথায়, ‘‘জ্বলন্ত বিড়ি, সিগারেট অনেকে ছুড়ে ফেলেন। তা থেকে আগুন লেগে বড় কিছু ঘটতে পারে।’’

ছেলের বার্থ সার্টিফিকেট নিতে আসা স্বপ্নময় গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, ‘‘পুরসভার ভিতরে স্টোভ জ্বালিয়ে চা বিক্রি হচ্ছে! আর তার পাশেই বস্তাভর্তি জিনিস। কী আছে ওতে কে জানে!’ পুরসভা সূত্রের খবর, অতীতে বড় অগ্নিকাণ্ডের পরে পুর কমিশনারের তরফে স্টোভ জ্বালিয়ে চা বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছিল। অভিযোগ, তা সত্ত্বেও পুরভবনের বিভিন্ন বিভাগের বারান্দায় অনিয়ম চলছেই। রেকর্ডস সেকশনের পাশেই ডেথ-বার্থ সেকশনের কোণে পানের পিকে দেওয়ালের হতশ্রী দশা।

এ প্রসঙ্গে এক পুর আধিকারিক বলেন, ‘‘বস্তাগুলি সরিয়ে ফেলা হবে।’’ তিনি জানান, পুর ভবনে পিক বা থুতু ফেললে এ বার কঠোর সাজা মিলবে। সে জন্য নতুন আইন আসছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE