—ফাইল চিত্র।
আজ, বুধবার থেকে এসপ্লানেড মেট্রো স্টেশনের এস এন ব্যানার্জি রোড সংলগ্ন ৪ নম্বর প্রবেশপথটি আগামী রবিবার পর্যন্ত বন্ধ থাকবে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর পশ্চিমমুখী সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলায় ওই প্রবেশ পথ বন্ধ রাখা হচ্ছে বলে মেট্রো সূত্রে খবর। মেট্রোকর্তারা জানিয়েছেন, সুড়ঙ্গ খননের জন্য নির্দিষ্ট টানেল বোরিং মেশিন ওই দূরত্ব অতিক্রম করে গেলে ফের ওই প্রবেশপথ খুলে দেওয়া হবে।
তবে মঙ্গলবার এসক্যালেটর বসানোর কাজের জন্য আচমকা দমদম মেট্রো স্টেশনের ডাউন প্ল্যাটফর্মের উত্তর দিকের প্রবেশপথ বন্ধ রাখায় সকালে অফিসের ব্যস্ত সময়ে সমস্যায় পড়েন যাত্রীদের বড় অংশ। তাঁদের অভিযোগ, আগাম না জানিয়েই প্রবেশপথ বন্ধ করায় যাত্রীরা হয়রানির মুখে পড়েন। সকালের দিকে ডাউন প্ল্যাটফর্ম থেকে কমবেশি প্রায় ১ লক্ষ যাত্রী ট্রেনে চড়েন। এ দিন তাঁদের অনেককেই ঘুরে যাতায়াত করতে হয়। স্টেশনে টিকিট কাউন্টারের সংখ্যাও অন্য দিনের তুলনায় কম ছিল বলে অভিযোগ। অতীতে এ ধরনের কাজের ক্ষেত্রে আগাম জানানো হলেও এ বার তা করা হয়নি বলেই যাত্রীদের অভিযোগ। এ প্রসঙ্গে এক মেট্রো কর্তা জানান, মাত্র এক দিনের জন্যই ওই প্রবেশপথ বন্ধ রাখা হয়েছিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy