Advertisement
২৭ জানুয়ারি ২০২৫
Bus Stand

চালু হওয়ার অপেক্ষায় গড়িয়ার নতুন বাস টার্মিনাস

সাজগোজ: গড়িয়ার নতুন বাস টার্মিনাস। ছবি: শশাঙ্ক মণ্ডল

সাজগোজ: গড়িয়ার নতুন বাস টার্মিনাস। ছবি: শশাঙ্ক মণ্ডল

ফিরোজ ইসলাম
শেষ আপডেট: ০২ মার্চ ২০২০ ০২:২৬
Share: Save:

বছর দেড়েক আগে শুরু হওয়া গড়িয়া বাস টার্মিনাসের আধুনিকীকরণের কাজ শেষের মুখে। বিমানবন্দরের আদলে তৈরি আধুনিক ওই বাস টার্মিনাস চলতি সপ্তাহেই চালু হতে পারে বলে খবর। যাদবপুর, করুণাময়ী এবং গড়িয়া, রাজ্য পরিবহণ দফতর এই তিনটি বাস টার্মিনাসকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছিল। যাদবপুর টার্মিনাস আগেই চালু হয়েছে। এ বার গড়িয়ার বাস টার্মিনাসটি চালু হওয়ার মুখে।

আধুনিক পার্কিং লট, প্রতীক্ষালয়, রেস্তরাঁ, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, শৌচালয়— সবই থাকছে ওই টার্মিনাসে। গড়িয়ায় ওই বাস টার্মিনাস ৬ নম্বর রুটের বাসস্ট্যান্ড হিসেবেই পরিচিতি ছিল। যদিও গত কয়েক বছরে ওই বাসস্ট্যান্ড থেকে একাধিক রুটের বাতানুকূল বাস পরিষেবা চালু হয়েছে। বিমানবন্দর ছাড়াও সল্টলেকের পাঁচ নম্বর সেক্টর, নিউ টাউন, রাজারহাট, ইকো স্পেস, বারাসত, বেলুড় মঠ, হাওড়া স্টেশন-সহ একাধিক রুটের বাতানুকূল বাস ছাড়ে সেখান থেকে। দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের দূরপাল্লার বাসও ছাড়ে সেখান থেকে।

পরিবহণ দফতরের আধিকারিকেরা জানান, গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড হিসেবে গড়িয়ার গুরুত্ব গত কয়েক বছরে অনেকটাই বেড়েছে। কাছাকাছি বেসরকারি বাসস্টপও রয়েছে। প্রতিদিন প্রায় এক লক্ষ যাত্রী গড়িয়া থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। হাওড়া-সহ কয়েকটি রুটের বেশি রাতের বাসও সেখান থেকে মেলে। কাছাকাছি মেট্রো স্টেশনও রয়েছে। ফলে বাসস্ট্যান্ড গড়িয়াকে ঢেলে সাজিয়ে টার্মিনাসে রূপান্তরের প্রয়োজনীয়তা ছিল বলেই মনে করেন পরিবহণকর্তারা।

তাঁরা জানান, যাত্রীদের প্রয়োজনের কথা মাথায় রেখেই বিমানবন্দরের ধাঁচে সাজানো হচ্ছে ওই টার্মিনাস। ঝাঁ চকচকে লাউঞ্জে থাকবে ডিজিটাল ডিসপ্লে বোর্ড। হাল্কা গান বাজবে লাউঞ্জের সর্বত্র। দোতলা টার্মিনাসের উপরের তলায় থাকছে গাড়ি এবং মোটরবাইক রাখার জায়গা। বিমানবন্দরের মতো উপরের টার্মিনাসের পার্কিং লটে পৌঁছতে হবে লম্বা র‌্যাম্প পেরিয়ে।

আধুনিক অগ্নি-নির্বাপণ ব্যবস্থা ছাড়াও বাসের চার্জিং স্টেশন, রক্ষণাবেক্ষণ এবং মেরামতির জন্য থাকছে আধুনিক সার্ভিস স্টেশন। পুরো প্রক্রিয়াটিকে পরিবেশ বান্ধব করতে টার্মিনাসে বসানো হয়েছে সৌর বিদ্যুতের প্যানেলও। সেখান থেকে সরাসরি গ্রিডে বিদ্যুৎ জোগান দেওয়া যাবে। ফলে সমগ্র বাস টার্মিনাসের বিদ্যুৎ খরচও অনেকটা কমে আসবে বলে দাবি পরিবহণ দফতরের আধিকারিকদের।

অন্য বিষয়গুলি:

Bus Stand Garia Transport Department
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy