Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Bengali Language

ধ্রুপদী ভাষা বাংলা, কলকাতা পুরসভায় বাংলায় লেখা নামফলকের ব্যবহার শুরু মেয়র পারিষদদের

সম্প্রতি মেয়র পারিষদ দেবাশিস কুমার, দেবব্রত মজুমদার, অভিজিৎ মুখোপাধ্যায়, সন্দীপন সাহা, এবং সন্দীপ বক্সীর মতো বাঙালি কাউন্সিলরেরা তাঁদের ঘরের বাইরের নামফলকে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষার ব্যবহার শুরু করেছেন।

Nameplates in Bengali language were put up by the mayor councilors of KMC

কলকাতা পুরসভায় বাংলায় নামফলকের ব্যবহার শুরু করলেন মেয়র পারিষদরা। নিজস্ব ছবি।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১৫:০৩
Share: Save:

বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার পর থেকে শহর জুড়ে বাংলা ভাষার ব্যবহার বাড়াতে উদ্যোগী হয়েছে কলকাতা পুরসভা। শহরবাসীর প্রতি বাংলা ভাষার ব্যবহার বাড়াতে অনুরোধ জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সেই অনুরোধের অংশ হিসাবে তিনি শহরের দোকানগুলির নাম বাংলায় লেখার পরামর্শ দিয়েছিলেন। এ ছাড়াও, পুরসভার বিভিন্ন কাজ বাংলায় করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। এ বার সেই উদ্যোগ বাস্তবায়নে কলকাতা পুরসভার মেয়র পারিষদেরা নিজেদের ঘরের বাইরের নামফলক বাংলায় লাগিয়ে মেয়রের অনুরোধ বাস্তবায়নের ইঙ্গিত দিলেন। সম্প্রতি মেয়র পারিষদ দেবাশিস কুমার, দেবব্রত মজুমদার, অভিজিৎ মুখোপাধ্যায়, সন্দীপন সাহা এবং সন্দীপ বক্সীর মতো বাঙালি কাউন্সিলরেরা তাঁদের ঘরের বাইরের নামফলকে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষার ব্যবহার শুরু করেছেন। এমনকি বেহালার ১১৮ নম্বর ওয়ার্ড থেকে জয়ী অবাঙালি মেয়র পারিষদ তারক সিংহের ঘরের বাইরেও বাংলায় নামফলক লাগানো হয়েছে।

উল্লেখ্য, মেয়র, ডেপুটি মেয়র এবং মুখ্য সচেতকের ঘরের বাইরে আগে থেকেই ইংরেজির পাশাপাশি বাংলায় নামফলক ছিল। কিন্তু এ বার মেয়র পারিষদের এই পদক্ষেপের ফলে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা এবং সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। কলকাতা পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, ভবিষ্যতে পুরসভার সব আধিকারিকের ঘরের বাইরে ইংরেজির পাশাপাশি বাংলায় নামফলক লাগানোর পরিকল্পনা রয়েছে। এটি শহরে বাংলা ভাষার গুরুত্ব বাড়ানোর পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

ফিরহাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের বিশিষ্টজনেরা। কলকাতা পুরসভা এক আধিকারিকের কথায়, ‘‘শহরের বাঙালি সংস্কৃতির প্রতি এমন মনোভাব শহরবাসীর মধ্যে গর্বের অনুভূতি তৈরি করবে বলেই আমরা আশা করছি। তাই মেয়রের পাশাপাশি মেয়র পারিষদেরাও বাংলা ভাষার ব্যবহার বাড়াতে উদ্যোগী হয়েছেন।’’ শুধু কলকাতা পুরসভা নয়, শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছেও এটি একটি বার্তা, যাতে তাঁরা বাংলাকে তাঁদের দৈনন্দিন ব্যবহারের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে গ্রহণ করেন। বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে এবং তা ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে এমন পদক্ষেপ যে ভবিষ্যতে শহরের ভাষাগত পরিচয় সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই পুরসভার শীর্ষ মহলের।

অন্য বিষয়গুলি:

Bengali Language KMC Nameplate Mayor Councillor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy