প্রতীকী ছবি
যান্ত্রিক বিভ্রাটের জেরে বুধবার দুপুরে শ্যামবাজার ও শোভাবাজার স্টেশনের মধ্যে থমকে গেল একটি এসি মেট্রো। এ ভাবে ট্রেন আটকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। কেউ কেউ চিৎকারও শুরু করেন। তবে কিছু ক্ষণের মধ্যেই সমস্যার কথা মাইক্রোফোনে যাত্রীদের জানানো হয়। পাশাপাশি, কামরার আপৎকালীন আলোও জ্বালিয়ে রেখেছিলেন চালক।
মিনিট পনেরো থমকে থাকার পরে ট্রেনটিকে কোনও মতে শ্যামবাজারে ফিরিয়ে আনা হয়। ঘটনার জেরে কবি সুভাষগামী ট্রেন চলাচল প্রায় আধ ঘণ্টা বন্ধ থাকে। দমদমগামী লাইনেও মেট্রো অনিয়মিত হয়ে পড়ে।
মেট্রো সূত্রের খবর, এ দিন দুপুর ৩টে নাগাদ এসি রেকটি শ্যামবাজার থেকে কবি সুভাষের দিকে রওনা হওয়ার পরেই সেটির মোটর বিকল হয়ে পড়ে। ট্রেনের একাংশ তখনও প্ল্যাটফর্মে থাকায় দরজা খুলে যাত্রীদের নামানো যায়নি। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানান, এর পরে প্রধান চালকের নির্দেশে গার্ডের কক্ষে থাকা সহকারী চালক তাঁর দিকের মোটর চালু করতে সক্ষম হন। তিনিই বিকেল ৩টে ২০ মিনিট নাগাদ ট্রেনটি শ্যামবাজারে ফিরিয়ে আনেন। যাত্রীরা নামার পরে ৩টে ২৮ মিনিট নাগাদ খালি রেকটির মোটর ফের চালু করা সম্ভব হলে সেটি কবি সুভাষ রওনা হয়। তত ক্ষণে বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকায় সেন্ট্রাল স্টেশন থেকে ওই ট্রেনে যাত্রী তোলা হয়। পরে ট্রেনটি নির্বিঘ্নেই কবি সুভাষ পৌঁছয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy