Manoj Joshi, General Manager inspects underground Sealdah metro station dgtl
Kolkata Metro
Sealdah Metro: কাজ প্রায় শেষ, কেমন হবে শিয়ালদহ মেট্রোর অন্দরসজ্জা
শিয়ালদহ মেট্রো স্টেশনের কাজ খতিয়ে দেখে ইতিমধ্যেই সন্তোষ প্রকাশ করেছেন মেট্রোরেলের জেনারেল ম্যানেজার মনোজ জোশী।
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২১ ১৭:২৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৮
আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। চলতি বছরেই খুলে যেতে পারে ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো। শিয়ালদহ মেট্রো স্টেশনের কাজ খতিয়ে দেখে ইতিমধ্যেই সন্তোষ প্রকাশ করেছেন মেট্রোরেলের জেনারেল ম্যানেজার মনোজ জোশী।
০২০৮
মঙ্গলবার দুপুরে তিনি স্টেশনের কাজের অগ্রগতি দেখতে যান। তাঁর সঙ্গে ছিলেন কেএমআরসিএল-এর এমডি মানস সরকার।
মেট্রো চলাচল শুরু হলে যাত্রীদের যাতে কোনও সমস্যায় পড়তে না হয় সেই বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছেন কর্তৃপক্ষ। তাক লাগায় নয়া মেট্রো স্টেশনের অন্দরসজ্জাও। পুরো ব্যবস্থাপনা খতিয়ে দেখার পর মেট্রোরেলের প্রধান মুখ্য বিভাগীয় আধিকারিকের সঙ্গে বেশ কিছু ক্ষণ আলোচনা করেন জেনারেল ম্যানেজার মনোজ।
০৫০৮
কবে উদ্বোধন হবে এই মেট্রো পথের? মেট্রো সূত্রে খবর, ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ প্রায় শেষ। সমস্ত কাজ সম্পূর্ণ হওয়ার পর রেলওয়ে সেফটি কমিশনার (সিআরএস)-এর সবুজ সঙ্কেত পেলেই মেট্রো চলতে শুরু করবে।
০৬০৮
শহরতলির মানুষ শিয়ালদহ পৌঁছনোর পর সেখান থেকে খুব কম সময়ে এবং সহজে নিউ টাউনে পৌঁছতে পারবেন এই মেট্রো চালু হলে।
০৭০৮
এর আগে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত প্রায় সাত কিলোমিটার পথে মেট্রো চলাচল শুরু হয়ে গিয়েছে।
০৮০৮
ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত আড়াই কিলোমিটার পথ চলতি বছরই খুলে যাওয়ার কথা। মেট্রো সূত্রে খবর, সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার পথ যার অনেকটাই গঙ্গার নীচ দিয়ে রয়েছে সেটি পুরোপুরি চালু হয়ে যাবে আগামী বছরের মধ্যেই।