ঘটনাস্থলে যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। —নিজস্ব চিত্র।
ভয়াবহ আগুন লাগল বাইপাসের ধারে গাড়ির একটি ওয়ার্কশপে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের আটটি ইঞ্জিন। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করছেন। ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসুও। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন আয়ত্তে আনতে পারলেও, ওই সার্ভিস সেন্টারের থাকা ৩৫ টির বেশি গাড়়ি পুড়ে ছাই হয়ে যায়।
দমকল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটে নাগাদ তারা আগুনের খবর পায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর ২টো ৩৫ মিনিট নাগাদ প্রথম আগুন দেখতে পান ওই ওয়ার্কশপের কর্মীরা। কালিকাপুরের কিসান মার্কেটের কাছে ওই ওয়ার্কশপ। প্রথমে কর্মীরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করলেও, দ্রুত আগুন ছড়িয়ে যায় এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
দমকল সূত্রে জানা গিয়েছে, ওয়ার্কশপে পেট্রোল, ডিজেল এবং মোবিলের মতো দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে যায়। এখনও আগুনে কেউ আটকে পড়েছেন বা আহত হয়েছেন এমন কোনও খবর নেই।
আরও পড়ুন: পাক সন্ত্রাস ইস্যুতে ভারতের দলে এল চিন, ইমরানকে কড়া বার্তা দিচ্ছে এফএটিএফ
দমকল কর্মীদের পাশাপাশি ঘটনাস্থলে গিয়েছেন কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও। দমকল মন্ত্রী বলেন,‘‘ কী ভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। আর ওই ওয়ার্কশপে অগ্নিনির্বাপক ব্যাবস্থা পর্যাপ্ত ছিল কি না তাও দেখা হচ্ছে।”
আরও পড়ুন: আমাদের ভালবাসার বিয়ে, কিন্তু আজ মধুমিতার সঙ্গে কথা হয় না: সৌরভ
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy