কলকাতার আকাশে গ্রহণ। —নিজস্ব চিত্র।
আজ বলয়গ্রাস সূর্যগ্রহণ। সকাল সওয়া ৯টা থেকে দেশের বিভিন্ন রাজ্যে বলয়গ্রাস সূর্যগ্রহণ শুরু হয়। তা চলবে দুপুর ৩টে বেজে ৩ মিনিট পর্যন্ত। তবে কলকাতায় এই বলয়গ্রাস দেখা যায়নি। এ বার সূর্যের বলয়গ্রাসের পথ ভারতের উত্তর অংশের উপর দিয়ে যায়। তাই উত্তর ভারতের একাংশ থেকেই এই বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছে।
কলকাতায় রবিবার সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। হালকা বৃষ্টিও হয়েছে। তাই গ্রহণ কতটা দেখা যাবে, তা নিয়ে সংশয় ছিল। তবে বেলা সওয়া ১১টা নাগাদ মেঘ সরলে আংশিক গ্রহণ দেখা যায়। কিন্তু আকাশ কালো করে বৃষ্টি নামায় মাত্র কয়েক মুহূর্তের জন্যই তা দেখা সম্ভব হয়। তবে সর্বত্র গ্রহণ দেখা যায়নি।
পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের অধিকর্তা সঞ্জীব সেন জানিয়েছেন, বলয়গ্রাসে উত্তর ভারতে সূর্যের ৯৯ শতাংশ ঢাকা পড়লেও, কলকাতায় সূর্যের ৬৬ শতাংশই ঢাকা পড়ে। এ দিন কলকাতায় সকাল ১০টা ৪৬ মিনিটে আংশিক গ্রহণ শুরু হয়। গ্রহণ তুঙ্গে ছিল বেলা ১২টা বেজে ৩৫ মিনিটে। গ্রহণ শেষ হয় দুপুর ২টো বেজে ১৭ মিনিটে।
এর আগে, গত বছর ২৬ ডিসেম্বর আংশিক সূর্যগ্রহণ হয়েছিল কলকাতায়। সে বারও ৩ ঘণ্টার বেশি সময় ধরে বলয়গ্রাস গ্রহণ চলেছিল। তবে সে বারও বলয়গ্রাস দেখার সুযোগ পায়নি কলকাতাবাসী। পরবর্তী গ্রহণ দেখার জন্য আরও ২ বছর ৪ মাস অপেক্ষা করতে হবে। ২০২২-এর ২৫ অক্টোবর পরবর্তী গ্রহণ। ২০৩৪ সালে পরবর্তী পূর্ণগ্রাস গ্রহণ।
• উত্তরাখণ্ডের দেহরাদূণের আকাশে গ্রহণ দেখা গেল।
Uttarakhand: #SolarEclipse2020 as seen in the skies of Dehradun.
— ANI (@ANI) June 21, 2020
The solar eclipse will be visible until 1:50 PM with maximum visibility of the eclipse at 12:05 PM. It will be visible from Asia, Africa, the Pacific, the Indian Ocean, parts of Europe and Australia. pic.twitter.com/iugvgwFEYR
• মেঘ সরতেই কলকাতার বিভিন্ন জায়গা থেকে দেখা গেল আংশিক সূর্যগ্রহণ।
কলকাতার আকাশে গ্রহণ। ছবি: শৌভিক দেবনাথ।
• দুবাইয়ের আকাশেও বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাচ্ছে।
United Arab Emirates: #SolarEclipse2020 as seen in the skies of Dubai.
— ANI (@ANI) June 21, 2020
The solar eclipse will be visible until 11:12 AM. It will also be visible from Asia, Africa, the Pacific, the Indian Ocean, parts of Europe and Australia. pic.twitter.com/EAGWuVIdBO
• হরিয়ানার কুরুক্ষেত্রেও গ্রহণ শুরু হয়ে গিয়েছে।
Haryana: #SolarEclipse2020 as seen in the skies of Kurukshetra. pic.twitter.com/LCpg8ltvJk
— ANI (@ANI) June 21, 2020
• রাজস্থানের জয়পুরে গ্রহণ শুরু। চলবে দুপুর ১ টা বেজে ৪৪ মিনিট পর্যন্ত।
Rajasthan: #SolarEclipse2020 seen in the skies of Jaipur.
— ANI (@ANI) June 21, 2020
The solar eclipse will be visible until 1:44 PM with maximum visibility of the eclipse at 11:55 IST. It will be visible from Asia, Africa, the Pacific, the Indian Ocean, parts of Europe and Australia. pic.twitter.com/MnnFvua1St
• গুজরাতের গাঁধীনগরের আকাশে দেখা যাচ্ছে গ্রহণ। দুপুর ১টা বেজে ৩২ মিনিট পর্যন্ত গ্রহণ চলবে সেখানে।
Gujarat: #SolarEclipse2020 seen in the skies of Gandhinagar.
— ANI (@ANI) June 21, 2020
The solar eclipse will be visible until 1:32 PM with maximum visibility of the eclipse at 11:42 IST. It will be visible from Asia, Africa, the Pacific, the Indian Ocean, parts of Europe and Australia. pic.twitter.com/Lp0xs53JoF
• মহারাষ্ট্রে সূর্যগ্রহণ শুরু। দুপুর ৩টে বেজে ৪ মিনিট পর্যন্ত গ্রহণ চলবে সেখানে।
Maharashtra: #SolarEclipse2020 seen in the skies of Mumbai.
— ANI (@ANI) June 21, 2020
The solar eclipse will be visible until 3:04 PM. The maximum eclipse will take place at 12:10 IST. It will be visible from Asia, Africa, the Pacific, the Indian Ocean, parts of Europe and Australia. pic.twitter.com/n32nzIXYDR
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy