Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Street hawkers

স্টল বিক্রি হবে না, পুর বৈঠকে সিদ্ধান্ত

মেয়র পারিষদ (হকার পুনর্বাসন কমিটি) দেবাশিস কুমার জানান, হকারেরা নিয়ম মানছেন কি না, তা দেখতে কমিটির সদস্যেরা পরিদর্শনে যাবেন। নিয়ম ভাঙলে ভেন্ডিং সার্টিফিকেট বাতিল হবে।

মঙ্গলবারের বৈঠকে হাতিবাগান, নিউ মার্কেট ও গড়িয়াহাটের মোট ২০ জন হকারকে প্রাথমিক পর্যায়ে ভেন্ডিং সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত হয়।

মঙ্গলবারের বৈঠকে হাতিবাগান, নিউ মার্কেট ও গড়িয়াহাটের মোট ২০ জন হকারকে প্রাথমিক পর্যায়ে ভেন্ডিং সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত হয়। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৩ ০৬:৫৬
Share: Save:

ফুটপাতে নিজের স্টল অন্যকে বিক্রি করার অভিযোগ হকারদের বিরুদ্ধে হামেশাই ওঠে। এ বার থেকে নিজের স্টল আর হাতবদল করতে পারবেন না হকারেরা। মঙ্গলবার কলকাতা পুর ভবনে ‘টাউন ভেন্ডিং কমিটি’র বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

এ দিনের বৈঠকে হাতিবাগান, নিউ মার্কেট ও গড়িয়াহাটের মোট ২০ জন হকারকে প্রাথমিক পর্যায়ে ভেন্ডিং সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত হয়। টাউন ভেন্ডিং কমিটির সদস্য তথা ‘হকার সংগ্রাম কমিটি’র সাধারণ সম্পাদক শক্তিমান ঘোষের অভিযোগ, ‘‘৫০-৬০ শতাংশ হকারের বিরুদ্ধে স্টল বিক্রি করার অভিযোগ রয়েছে। কোনও হকার মারা গেলে তাঁর পরিবারের কেউ সেই জায়গায় হকারি করতে চাইলে ভেন্ডিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে।’’

গড়িয়াহাটের ফুটপাত থেকে প্লাস্টিকের ছাউনি এক মাসের মধ্যে সরিয়ে ফেলতে অঙ্গীকারবদ্ধ হন হকার কমিটির প্রতিনিধিরা। মেয়র পারিষদ (হকার পুনর্বাসন কমিটি) দেবাশিস কুমার জানান, হকারেরা নিয়ম মানছেন কি না, তা দেখতে কমিটির সদস্যেরা পরিদর্শনে যাবেন। নিয়ম ভাঙলে ভেন্ডিং সার্টিফিকেট বাতিল হবে। ফুটপাতে আগুন জ্বালিয়ে রান্না বন্ধের বিরুদ্ধে হকার প্রতিনিধিদের তরফে আপত্তি জানানো হয় বৈঠকে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE