ব্যস্ত অফিসটাইমে বিপর্যস্ত মেট্রো রেল পরিষেবা, নাকাল হলেন যাত্রীরা। নিজস্ব চিত্র।
ফের আত্মহত্যার চেষ্টার জেরে ব্যস্ত অফিসটাইমে বিপর্যস্ত মেট্রো রেল পরিষেবা, নাকাল হলেন যাত্রীরা।
মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা ২৪ মিনিট নাগাদ বেলগাছিয়া স্টেশনে নোয়াপাড়াগামী মেট্রোর সামনে ঝাঁপ দেন এক যুবক। ঘটনার জেরে আংশিক বন্ধ হয়ে যায় পরিষেবা। নোয়াপাড়ামুখী ওই ট্রেন থেকে নামিয়ে আনা হয় যাত্রীদের।
ঘটনাস্থলে পৌঁছয় উল্টোডাঙা থানার পুলিশ। ওই যুবককে উদ্ধার করে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যিনি ঝাঁপ দিয়েছেন, তাঁর পরিচয় এখনও জানা যায়নি।
ঘটনার জেরে গিরিশ পার্ক থেকে নোয়াপাড়া অবধি বন্ধ হয়ে যায় আপ ও ডাউন লাইনের মেট্রো পরিষেবা। তবে গিরিশ পার্ক থেকে কবি সুভাষ স্টেশন অবধি আপ ও ডাউন দু’দিকেই ট্রেন চলছে। ঘটনার জেরে চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা। মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।
আরও পড়ুন : বাড়ি গিলেছে মেট্রো, মৃত্যু ২ প্রবীণের
আরও পড়ুন: ভাঙা বাড়ির আসবাব রাখতে গুদামের খোঁজ
আরও পড়ুন: ‘আপনার কত লাগবে? যত চাইবেন, পাবেন’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy