Kolkata Containment Zones: List of Containment Areas in Kolkata for Coronavirus dgtl
Coronavirus
কলকাতার কোন কোন এলাকা কন্টেনমেন্ট জোন, দেখে নিন
কলকাতাতেই রয়েছে ৩১৮টি কন্টেনমেন্ট জোন। নবান্ন জানিয়ে দিয়েছে প্রতিদিনই এই তালিকা পরিমার্জিত হবে।
নিজস্ব সংবাদদাতা
কলকাতাশেষ আপডেট: ০৫ মে ২০২০ ১৮:০৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১৪৬
চোখ রাঙাচ্ছে করোনা। কলকাতা ও জেলা জুড়ে রাজ্যে মোট ৫১৬টি কন্টেনমেন্ট জোন রয়েছে। এর মধ্যে শুধু মাত্র কলকাতাতেই রয়েছে ৩১৮টি কন্টেনমেন্ট জোন। কলকাতা পুরসভার অন্তর্গত ১৪৪টির মধ্যে শতাধিক ওয়ার্ডের বিভিন্ন এলাকা কন্টেনমেন্ট তালিকাভুক্ত। যদিও নবান্ন জানিয়ে দিয়েছে প্রতিদিনই এই তালিকা পরিমার্জিত হবে। কলকাতার কোন কোন জায়গা কন্টেনমেন্ট জোন, সেগুলি দেখে নিন।
০২৪৬
১ নম্বর ওয়ার্ডের কিছু এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে।
০৩৪৬
বেলগাছিয়ার বিভিন্ন এলাকা কন্টেনমেন্ট জোনের আওতায়। এক নজরে দেখে নেওয়া যাক ৩ নম্বর ওয়ার্ডের কোন কোন এলাকা ওই তালিকায় রয়েছে।
০৪৪৬
৪ ও ৫ নম্বর ওয়ার্ডের যে যে এলাকাগুলি কন্টেনমেন্ট জোনের আওতায় পড়ছে।
০৫৪৬
৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের এই সব এলাকা কন্টেনমেন্ট এরিয়া। এর মধ্যে রয়েছে কাশীপুর, বাগবাজারের মতো এলাকার কিছু অংশও।
০৬৪৬
৯ ও ১০ নম্বর ওয়ার্ডের এই সব এলাকাগুলি এখন কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে।
০৭৪৬
১১ নম্বর ওয়ার্ডের এই সব এলাকাগুলি এখন কন্টেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করেছে রাজ্য।
০৮৪৬
১২, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের এই সব এলাকাগুলি কন্টেনমেন্ট এরিয়া হিসাবে চিহ্নিত করা হয়েছে।
০৯৪৬
১৫ ও ১৭ নম্বর ওয়ার্ডের কোন কোন এলাকা কন্টেনমেন্ট জোন, তার তালিকা দেওয়া হল।
১০৪৬
১৮ নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকা কন্টেনমেন্ট জোন, রইল সেই সব এলাকার নাম।
১১৪৬
১৯ ও ২০ নম্বর ওয়ার্ডের কয়েকটি এলাকা কন্টেনমেন্ট এরিয়া হিসাবে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে রয়েছে জোড়াবাগান, শোভাবাজারের মতো এলাকা।
১২৪৬
২১ ও ২২ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকা কন্টেনমেন্ট জোন। তার মধ্যে রয়েছে জোড়াবাজান, বড়বাজার ও পাথুরিয়াঘাটার কিছু এলাকা।
১৩৪৬
২৩, ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডের এই সব এলাকাগুলি কন্টেনমেন্ট জোনের আওতায় পড়ছে।
১৪৪৬
২৭ নম্বর ওয়ার্ডের কিছু এলাকা কন্টেনমেন্ট জোন। তার মধ্যে রয়েছে সুকিয়া স্ট্রিট, মানিকতলা, বিডন স্ট্রিটের মতো এলাকা।
১৫৪৬
কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের কিছু এলাকাকে এখন কন্টেনমেন্ট জোন হিসাবে দেখা হচ্ছে।
১৬৪৬
২৯ নম্বর ওয়ার্ডের কিছু এলাকা কন্টেনমেন্ট এরিয়া হিসাবে চিহ্নিত করা হয়েছে।
১৭৪৬
৩০, ৩১ ও ৩২ নম্বর ওয়ার্ডের বহু এলাকা কন্টেনমেন্ট জোন। এই ওয়ার্ডের মধ্যেই পড়ছে নারকেলডাঙা মেন রোড ও মানিকতলা মেন রোড।
১৮৪৬
৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের একাধিক জায়গাকে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। ৩৩ নম্বর ওয়ার্ডের মধ্যেই রয়েছে বেলেঘাটা আইডি হাসপাতাল।
১৯৪৬
৩৫, ৩৬ ও ৩৭ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকা এখন কন্টেনমেন্ট জোনের আওতায় পড়ে গিয়েছে।
২০৪৬
৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকা কন্টেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে।
২১৪৬
৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকা কন্টেনমেন্ট জোন। তার মধ্যে পড়ছে বেনিয়াটোলা, বড়বাজার ও এমজি রোডের কিছু এলাকাও।
২২৪৬
৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকা কন্টেনমেন্ট জোন। সেই তালিকায় রয়েছে সূর্য সেন স্ট্রিট, শ্যামপুকুর, মেটকাফ স্ট্রিট।
২৩৪৬
বউবাজার, সিআর অ্যাভেনিউ--সহ কলকাতা পুরসভার ৪৭ নম্বর ওয়ার্ডের কয়েকটি এলাকা কন্টেনমেন্ট জোন।
২৪৪৬
৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের একাধিক জায়গা কন্টেনমেন্ট জোন হিসাবে দেখা হচ্ছে। ওই দুই ওয়ার্ডের মধ্যেই পড়ছে বিবি গাঙ্গুলি স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিটের মতো এলাকা।
২৫৪৬
মুচিপাড়া, মালিপাড়া ও নিউ মার্কেটের কিছু এলাকা কন্টেনমেন্ট এরিয়া। এই এলাকাগুলি যথাক্রমে ৫০, ৫১ ও ৫২ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে।
২৬৪৬
তালতলা বাজার ও এন্টালির একাধিক এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসাবে কেখা হচ্ছে। ওই দুই এলাকা যথাক্রমে ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ডের মধ্যে।
২৭৪৬
৫৫ ও ৫৬ নম্বর ওয়ার্ডের একাধিক জায়গা এখন কন্টেনমেন্ট এরিয়া চিহ্নিত করা হয়েছে।
২৮৪৬
৫৭, ৫৮ ও ৫৯, কলকাতা পুরসভার এই তিন ওয়ার্ডে একাধিক জায়গা এখন কন্টেনমেন্ট জোন।
২৯৪৬
কলকাতার ৬০ নম্বর ওয়ার্ডের এই এলাকাগুলিকে কন্টেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে।
৩০৪৬
৬১, ৬২ ও ৬৩ নম্বর ওয়ার্ডের এই সব এলাকাগুলিকে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে।
৩১৪৬
কলকাতা পুরসভার ৬৪ ও ৬৫ নম্বর ওয়ার্ডের এই সব এলাকা এখন কন্টেনমেন্ট জোন।
৩২৪৬
৬৬ ও ৬৭ নম্বর ওয়ার্ডের এই সব এলাকাগুলি এখন কন্টেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে।
৩৩৪৬
কলকাতার ৬৮ ও ৬৯ নম্বর ওয়ার্ডের এই সব এলাকা এখন কন্টেনমেন্ট জোন।
৩৪৪৬
কলকাতা পুরসভার ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ডের বহু এলাকাই এখন কন্টেনমেন্ট জোনের আওতায় পড়ে গিয়েছে।
৩৫৪৬
৭৬, ৭৭ ও ৭৮ নম্বর ওয়ার্ডের এই এলাকাগুলি এখন কন্টেনমেন্ট জোন হিসাবে দেখা হচ্ছে।
৩৬৪৬
৭৯, ৮০, ৮১ ও ৮২ এই চার ওয়ার্ডের এই এলাকাগুলি কন্টেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে।
৩৭৪৬
কলকাতা পুরসভার ৮৪, ৮৫ ও ৮৬ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকা কন্টেনমেন্ট জোন এখন।
৩৮৪৬
কলকাতা পুরসভার ৮৭, ৯০ ও ৯১ নম্বর ওয়ার্ডের এই এলাকাগুলি কন্টেনমেন্ট জোন হিসাবে দেখা হচ্ছে।
৩৯৪৬
কলকাতার ৯৩, ৯৫ ও ১০১ নম্বর ওয়ার্ডের বহু এলাকাকেই কন্টেনমেন্ট জোনের তকমা দেওয়া হয়েছে।
৪০৪৬
১০৪, ১০৬, ১০৭ ও ১০৮, এই চার ওয়ার্ডের বহু এলাকাকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।
৪১৪৬
১০৯, ১১০ ও ১১১, এই তিন ওয়ার্ডের এই সব এলাকা এখন কন্টেনমেন্ট জোনের মধ্যে পড়ছে।
৪২৪৬
১১৪, ১১৫ ও ১১৬, কলকাতা পুরসভার এই তিন ওয়ার্ডের এই সব এলাকা এখন কন্টেনমেন্ট জোনের আওতায় রয়েছে।
৪৩৪৬
১২৩, ১২৬, ১৩০ ও ১৩১ এই চারটি ওয়ার্ডের এই সব এলাকাগুলি এখন কন্টেনমেন্ট জোনের আওতায় পড়ে গিয়েছে।
৪৪৪৬
১৩৪ ও ১৩৫ নম্বর ওয়ার্ডের বহু এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসাবে এখন দেখা হচ্ছে।
৪৫৪৬
১৩৬, ১৩৭ ও ১৩৯ নম্বর ওয়ার্ডের মধ্যে বেশ কয়েকটি এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসাবে দেখা হচ্ছে।
৪৬৪৬
১৪০ ও ১৪১ এই দুই ওয়ার্ডের মধ্যেও একাধিক জায়গা কন্টেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে।