Advertisement
০৫ নভেম্বর ২০২৪

অবসাদেই কি আত্মহত্যা সল্টলেকের বধূর, প্রশ্ন

ন’মাসের শিশুকে গলা টিপে হত্যা করে আত্মঘাতী হয়েছেন পৌলমী রাউত। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে এমনটাই জানাল পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৭ ০০:১০
Share: Save:

ন’মাসের শিশুকে গলা টিপে হত্যা করে আত্মঘাতী হয়েছেন পৌলমী রাউত। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে এমনটাই জানাল পুলিশ। বৃহস্পতিবার রাত পর্যন্ত পৌলমীর পরিবারের তরফে অভিযোগও দায়ের করা হয়নি বলে দাবি পুলিশের। ঘটনার দিন সংবাদমাধ্যমের সামনে মেয়ে ও নাতির মৃত্যুর ঘটনার নেপথ্যে ‘মানসিক অত্যাচারে’র মৌখিক অভিযোগ তুলেছিলেন পৌলমীর বাবা। তবে এ দিন মা কুমকুমদেবী বলেন, ‘‘আমাদের কোনও অভিযোগ নেই।’’

বুধবার রাতে সল্টলেকের ই-ই ব্লকে পৌলমী রাউত ও তাঁর ন’মাসের শিশুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। এর পরে পৌলমীর স্বামী, একটি তথ্যপ্রযুক্তি সংস্থার উচ্চপদস্থ কর্মী অনুপকে রাতভর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ করা হয় অনুপের বাবা-মাকেও। রাউত দম্পতির বড় ছেলের সঙ্গেও পুলিশের কথা হয়।

বৃহস্পতিবার সকালে পৌলমীর পরিবার বিধাননগর পূর্ব থানায় যান। পুলিশ জানায়, পৌলমীর পরিবার অনুপ সম্পর্কে অভিযোগ তো করেইনি, বরং প্রশংসা করেছে। পুলিশ জেনেছে, স্বামী-স্ত্রীর মধ্যে কিছু বিষয়ে অশান্তি থাকলেও তা বেশি কিছু নয়।

পৌলমীর পরিবার ও স্বামীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জেনেছে, রাউত দম্পতির নয় মাসের ছোট ছেলের তিন বার অস্ত্রোপচার হয়েছে। তাতেও সমস্যা মেটেনি। অসুস্থতাকে কেন্দ্র করেই মানসিক ভাবে অস্থির ছিলেন পৌলমী। কিন্তু তার জন্য এমন কিছু করবেন, বিশ্বাস করতে পারছে না পৌলমীর পরিবার। পুলিশ বলছে, পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে তাঁর মানসিক অবসাদের বিষয়টি জানা গিয়েছে।

অন্য বিষয়গুলি:

Housewife Suicide question
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE