Advertisement
২৫ নভেম্বর ২০২৪
India International Mega Trade Fair

কলকাতার বুকে জমজমাট আন্তর্জাতিক বাণিজ্য মেলা, সায়েন্স সিটিতে উৎসবের আমেজ

সায়েন্স সিটিতে চলছে ১৮ দিনের আন্তর্জাতিক বাণিজ্য মেলা। চলবে ২ জানুয়ারি পর্যন্ত। কলকাতাকে শিল্প ও বাণিজ্যের পীঠস্থান হিসাবে বিশ্বের দরবারে তুলে ধরা এই মেলার মূল উদ্দেশ্য।

কলকাতায় চলছে ভারতের আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

কলকাতায় চলছে ভারতের আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২ ১৬:৩৬
Share: Save:

কলকাতায় চলছে ভারতের আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ইন্ডিয়া ইন্টারন্যাশানাল মেগা ট্রেড ফেয়ার বা আইআইএমটিএফ)। সায়েন্স সিটির মাঠে ১৮ দিনের এই মেলার উদ্বোধন হয়েছে গত ১৬ ডিসেম্বর।

আইআইএমটিএফ–কে পূর্ব ভারতের বৃহত্তম বাণিজ্য মেলা বলা যায়। দেশের মধ্যে তার স্থান দ্বিতীয়। আগামী ২ জানুয়ারি পর্যন্ত মেলা চলবে। এটি আইআইএমটিএফ-এর ২১তম সংস্করণ। উদ্যোক্তারা জানিয়েছেন, বাণিজ্য মেলার মূল উদ্দেশ্য হল কলকাতাকে শিল্প ও বাণিজ্যের পীঠস্থান হিসাবে বিশ্বের দরবারে তুলে ধরা। খুচরো ব্যবসার ক্ষেত্রেও কলকাতার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি করতে চান বাণিজ্য মেলার উদ্যোক্তারা।

এ বারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভারতের সহকারী দেশ হিসাবে রয়েছে আফগানিস্তান এবং তাইল্যান্ড। তা ছাড়া, বাংলাদেশ এবং ইরান বাণিজ্য মেলার কেন্দ্রীয় আকর্ষণ (ফোকাস কান্ট্রি)।

বাণিজ্য মেলা উপলক্ষে সায়েন্স সিটিতে মোট ৬০০টি স্টলে চলছে কেনাবেচা। খাবার থেকে শুরু করে পোশাক, আসবাবপত্র, বৈদ্যুতিন যন্ত্রপাতি, সাজগোজ এবং স্বাস্থ্য সুরক্ষার রকমারি জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে সে সব স্টল।

বাণিজ্য মেলায় অংশ নিয়েছে পাকিস্তান, তুরস্ক, ইজিপ্ট, মায়ানমার, ভূটান, চিন, তাইওয়ান, নেদারল্যান্ডস, দুবাই, আমেরিকা, শ্রীলঙ্কা, নেপালের মতো মোট ১৬টি দেশ। সঙ্গে রয়েছে রাজস্থান, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, কর্নাটকের মতো ভারতের প্রায় সব রাজ্য। এ ছাড়াও, কেন্দ্র সরকারের বেশ কয়েকটি বিভাগ (যেমন- বস্ত্র, তাঁত এবং পাট) বাণিজ্য মেলায় অংশ নিয়েছে।

গত ১৬ ডিসেম্বর বাণিজ্য মেলার উদ্বোধনে হাজির ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। ছিলেন বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সুবীর চক্রবর্তী, ভারতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার জনাব আন্দালিব এলিয়াস, আফগানিস্তান দূতাবাসের কাউন্সেলর কাদির শাহ, ভারতের জীবন বিমা নিগমের আঞ্চলিক ম্যানেজার অজয় কুমার, জাতীয় পাট বোর্ডের কমিশনার মলয়চন্দন চক্রবর্তী প্রমুখ।

বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সুবীর বলেন, ‘‘অতিমারি পরবর্তী সময়ে এই ধরনের বাণিজ্য মেলা শিল্প ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্পের বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে জড়িত মানুষ এই বাণিজ্য মেলায় অংশগ্রহণ করেছেন। তাই এখানে ব্যবসার সুযোগ অফুরন্ত। সকলের জন্য মেলার দ্বার খোলা রয়েছে। সকলকে এখানে এসে আইআইএমটিএফ-কে সফল করে তোলার আহ্বান জানাচ্ছি।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy