ট্যাংরাকাণ্ডে দে পরিবারের জীবিত এক কিশোর-সহ তিন পুরুষ সদস্য ভর্তি রয়েছেন বাইপাসের ধারে একটি হাসপাতালে। তিন জনকেই রাখা হয়েছে আইসিইউ-তে। তাঁরা যে গাড়িতে ছিলেন, সেটি বাইপাসের ধারে অভিষিক্তার কাছে একটি স্তম্ভে সজোরে ধাক্কা দিয়েছিল। গুরুতর আহত হন তিন জনই। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁদের শরীরের একাধিক হাড় ভেঙে গিয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ৪৩ বছরের প্রসূন দে-র পাঁজরের বেশ কয়েকটি হাড় ভেঙে গিয়েছে। কনুই থেকে কব্জি পর্যন্ত যে হাড় (আলনা) রয়েছে, তা সরে গিয়েছে। অর্থোপেডিক সার্জন, প্লাস্টিক সার্জনের অধীনে তাঁর চিকিৎসা চলছে। প্রসূনের দাদা প্রণয় দে আইসিইউতে ভর্তি রয়েছেন। দুর্ঘটনার কারণে শরীরে গুরুতর চোট-আঘাত লেগেছে। পিলারে গাড়ির ধাক্কার অভিঘাতে তাঁর কোমরের হাড় ভেঙে গিয়েছে। দুর্ঘটনার সময়ে গাড়ির ড্যাশবোর্ডের সঙ্গে হাঁটুর ধাক্কায় এ রকম হতে পারে। বাঁ পায়ের নীচের অংশে ‘পিন ট্রাকশন’ দেওয়া হয়েছে। অস্থি বিশেষজ্ঞ-সহ বেশ কয়েক জন চিকিৎসক তাঁর চিকিৎসা করছেন। ১৪ বছরের কিশোরের শরীরেও রয়েছে বেশ কিছু আঘাতের চিহ্ন। তার ডান বাহু, আলনা ভেঙে গিয়েছে। কব্জি এবং গলায় গুরুতর চোট লেগেছে।
বুধবার অভিষিক্তা মোড়ের কাছে একটি স্তম্ভে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে যায় একটি গাড়ি। তাঁর ভিতরেই ছিলেন প্রণয়, প্রসূন এবং ওই কিশোর। তাঁদের সূত্রে জানা যায়, ট্যাংরার অটল শূর রোড এলাকায় দে পরিবারের বাড়িতে পড়ে রয়েছে এক কিশোরী-সহ তিন মহিলার দেহ। দুই মহিলার নাম রোমি দে এবং সুদেষ্ণা দে। আহতেরা দাবি করেন, আর্থিক সমস্যার কারণে একসঙ্গে ঘুমের ওষুধ মেশানো পায়েস খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তাঁরা। এর পরে কিশোরকে নিয়ে দু’জন পুরুষ গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। তাঁদের দাবি, আত্মহত্যার উদ্দেশ্যেই স্তম্ভে ধাক্কা দেন। তিন জনই হাসপাতালে ভর্তি। তাঁদের চিকিৎসা চলছে। অন্য দিকে, মৃত তিন জনের ময়নাতদন্তের রিপোর্টও হাতে এসেছে পুলিশের।
আরও পড়ুন:
দে পরিবারের চামড়ার ব্যবসা রয়েছে। রয়েছে একটি কারখানাও। মঙ্গলবারও খোলা ছিল সেই কারখানা। স্থানীয়েরা জানিয়েছেন, বুধবার তা বন্ধ ছিল। স্থানীয়দের একাংশের দাবি, দে পরিবারের আর্থিক সমস্যার কথা বাইরে থেকে বোঝা যায়নি। এক কিশোরী-সহ তিন মহিলার ময়নাতদন্ত যখন চলছিল বৃহস্পতিবার সকালে, তখন পরিবারের ঘনিষ্ঠেরা বলেন, ‘‘আমরা সব জানি। আপনাদের বলতে পারছি না। এটা আমাদের মধ্যেই থাকতে দিন।’’
- ১৯ ফেব্রুয়ারি রাত ৩টের পরে অভিষিক্তা মোড়ের কাছে একটি স্তম্ভে ধাক্কা দিয়েছিল তাঁদের গাড়ি। প্রণয় এবং প্রসূন দাবি করেছিলেন, আত্মহত্যা করার জন্যই ওই পদক্ষেপ করেছিলেন তাঁরা। প্রণয়ের বয়ানও খতিয়ে দেখতে চায় পুলিশ।
- সোমবার রাতে প্রসূনকে গ্রেফতার করে পুলিশ। তাঁর দাদা প্রণয় দে এবং প্রণয়ের কিশোর পুত্র প্রতীপ এখনও হাসপাতালে চিকিৎসাধীন। প্রতীপ জানিয়েছে, কাকা তাকেও খুন করার চেষ্টা করেছিলেন। মঙ্গলবার প্রসূনকে আদালতে হাজির করানো হয়েছিল। ৬ মার্চ পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতে থাকতে বলা হয়েছে।
-
ট্যাংরাকাণ্ডের চার মাস পরে নতুন স্কুলে প্রতীপ, মাতৃহারা কিশোরের ভবিষ্যৎ আশ্রয় অবশ্য এখনও অনিশ্চয়তায়
-
ট্যাংরার দে পরিবারের হত্যাকাণ্ডের ঘটনায় বড়ভাই প্রণয়কে গ্রেফতার করল পুলিশ
-
নতুন স্কুল, নতুন ক্লাস, নতুন জীবনযুদ্ধে কিশোর! ট্যাংরার পরিবারে বিপর্যয়ের তিন মাস পর প্রতীপের জীবন-নামচা
-
ট্যাংরাকাণ্ডে গুরুত্বপূর্ণ হতে পারে কিশোর প্রতীপের বয়ান! গোপন জবানবন্দি নিতে নির্দেশ কোর্টের
-
কাকে কখন খুন? সব ঠিক বলছেন কি? প্রসূনকে ট্যাংরার বাড়িতে নিয়ে গেল পুলিশ, হল ঘটনার পুনর্নির্মাণ