ফিরহাদ হাকিম। —ফাইল ছবি
আগামী আর্থিক বছরের প্রথম ছ’মাসের জন্য কলকাতা পুরসভার আয়-ব্যয়ের সম্ভাব্য হিসেব শনিবার পেশ করলেন মেয়র ফিরহাদ হাকিম। পুর প্রশাসন সূত্রের খবর, আগামী এপ্রিলে কলকাতা পুর ভোট। তাই ভোটের আগে পূর্ণাঙ্গ বাজেট পেশ না করে পুর বোর্ড ‘ভোট অন অ্যাকাউন্ট’ বাজেট পেশ করার সিদ্ধান্ত নেয়। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের লিখিত নির্দেশ অনুসারে এ দিন পুর অধিবেশনে ওই ‘ভোট অন অ্যাকাউন্ট’ পেশ করে মেয়র বলেন, ‘‘পুর বোর্ড মনে করলে পূর্ণাঙ্গ বাজেট পেশ করতেই পারত। নিয়ম অনুযায়ী তাতে কোনও বাধা ছিল না। তা-ও তা না করে নতুন বোর্ডের হাতেই পূর্ণাঙ্গ বাজেট করার অধিকার দেওয়া হচ্ছে।’’ তিনি জানান, আগামী পয়লা এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজস্ব কর থেকে আয় বাবদ ১৯২০ কোটি টাকা দেখানো হয়েছে। খরচের খাতাতেও সম পরিমাণ টাকা ব্যয় হবে বলে ধরা হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy