আচমকাই চলন্ত বাসে আগুন লাগল। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে নিউটাউন এলাকায়। ঘটনায় প্রকাশ, দুপুরে নিউটাউনের নারকেলবাগান এলাকায় একটি চলন্ত বাসে আগুন লাগে। ২৬০ নম্বর রুটের যাত্রীবাহী বাসটি আলিপুর চিডিয়াখানা থেকে নিউটাউন অ্যাকোয়াটিকার দিকে যাচ্ছিল। আচমকাই বাসের ছাদের ভিতরের অংশে আগুন লেগে যায় বলে জানিয়েছেন বাসযাত্রীরা। আগুনের শিখা যাত্রীদের নজরে আসতেই চালককে বাস থামাতে বলেন তাঁরা। বাস থামলে যাত্রীসহ একে একে নেমে পড়েন চালক ও কন্ডাক্টর।
আরও পড়ুন:
খবর দেওয়া হয় নিউটাউন থানা ও দমকলে। দমকলবাহিনী এসে আগুন নেভায়। বাসটিতে শর্টসার্কিট থেকে আগুন লাগে বলে পুলিশ সূত্রে খবর। বাসটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে, তলব করা হয়েছে বাস মালিককে। ঘটনায় কেউ হতাহত হয়নি। সিটি সাবার্বান বাস সার্ভিসেসের নেতা টিটু সাহা বলেন, ‘‘আমরা সংগঠনগত ভাবে ঘটনার খোঁজখবর নিয়েছি। অগ্নিকাণ্ডের ঘটনায় যে কেউ হতাহত হয়নি, সেটা স্বস্তির। তবে বাস মালিক এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ায় আমাদের খারাপ লাগছে।’’