দুবাইয়ে ‘এশিয়া লিডারশিপ অ্যাওয়ার্ড’ শীর্ষক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইআইআইএলএম। ছবি: সংগৃহীত।
শিক্ষা ক্ষেত্রে সময়োপযোগী উদ্যোগ। নয়া প্রতিষ্ঠানের সূচনা করল কলকাতা তথা দেশের অগ্রণী বি-স্কুল ইস্টার্ন ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড লার্নিং ইন ম্যানেজমেন্ট (ইআইআইএলএম)-কলকাতা। সল্টলেক সেক্টর ফাইভে ইআইআইএলএম-কলকাতা সেন্টার ফর লিডারশিপ অ্যান্ড এথিক্স (ইকেসিএলই) শীঘ্রই পড়ুয়াদের জন্য দ্বার খুলবে। ২১ অক্টোবর দুবাইয়ে ‘এশিয়া লিডারশিপ অ্যাওয়ার্ড’ শীর্ষক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের লোগো উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট উদ্যোগপতি হিকমত আল কাইতুব। সেখানেই জানানো হয়, একাধিক নয়া পাঠক্রম নিয়ে শীঘ্রই হাজির হতে চলেছে ইকেসিএলই। বিশ্বের একাধিক প্রথম সারির বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের সঙ্গে হাত মিলিয়ে স্নাতক এবং স্নাতকোত্তরের এই বিশেষ পাঠক্রম তৈরি করা হয়েছে। ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম, কর্পোরেট প্রশিক্ষণ এবং বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারের ব্যবস্থা করতে চলেছে ইকেসিএলই। এই মর্মে ইতিমধ্যেই এআইসিপিএ-সিআইএমএ, এসএপি, এসইজিআই বিশ্ববিদ্যালয়- মালয়েশিয়া, আপগ্র্যাড এবং আমেরিকার ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লরিডা-সহ একাধিক প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংস্থার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আরও একাধিক সংস্থার সঙ্গে আলোচনা চলছে।
প্রসঙ্গত, ভ্যালু-বেস্ড লার্নিংয়ের মাধ্যমে ম্যানেজমেন্ট শিক্ষায় নতুন দিশা দেখানোর লক্ষ্যে ইকেসিএলই প্রতিষ্ঠা করেছেন ইআইআইএলএম-কলকাতার চেয়ারম্যান এবং ডিরেক্টর রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, বর্তমান সময়ের সমস্যাকে গুরুত্ব দিয়ে সমাধানের লক্ষ্যে ‘মোক্ষনন্দম’: সেন্টার ফর ব্লিসফুল লাইফ নামে একটি স্ট্রেস ম্যানেজমেন্ট সেন্টারেরও সূচনা করতে চলেছে এই সংস্থা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy