Advertisement
১৯ নভেম্বর ২০২৪

দু’ঘণ্টা কমছে ট্র্যাফিকের ডিউটি

লালবাজার সূত্রের খবর, রাস্তায় দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ট্র্যাফিক পুলিশের নিচু তলার ওই কর্মীদের ডিউটি আপাতত দিনে ৮ ঘণ্টা থেকে কমিয়ে ৬ ঘণ্টা করা হয়েছে।

ধর্মতলায় ডিউটির ফাঁকে স্বস্তির খোঁজ। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য

ধর্মতলায় ডিউটির ফাঁকে স্বস্তির খোঁজ। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ মে ২০১৯ ০১:৫৫
Share: Save:

দহন থেকে বাঁচাতে ডিউটির সময় কমিয়ে দেওয়া হয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশকর্মীদের।

লালবাজার সূত্রের খবর, রাস্তায় দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ট্র্যাফিক পুলিশের নিচু তলার ওই কর্মীদের ডিউটি আপাতত দিনে ৮ ঘণ্টা থেকে কমিয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। একই সঙ্গে পুলিশকর্মীদের গরমের হাত থেকে বাঁচতে ছাতা এবং রোদ চশমা ব্যবহার করতে নির্দেশ দেওয়া হয়েছে। গত কয়েক দিন ধরেই মাত্রা ছাড়া গরমে নাজেহাল অবস্থা শহরের ট্র্যাফিক পুলিশকর্মীদের। গরমের কথা মাথায় রেখে তাই ডিউটির সময় কমানোর সঙ্গেই ট্র্যাফিক কনস্টেবলদের ক্রসবেল্ট এবং চামড়ার অ্যাঙ্কলেট ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।

কলকাতা পুলিশ সূত্রে বলা হয়েছে, ট্র্যাফিক কনস্টেবলদের পাশাপাশি ট্র্যাফিক হোমগার্ডদেরও গরমে ডিউটির সময় কমিয়ে দেওয়া হয়েছে। লালবাজারের তরফে বলা হয়েছে, সিভিক ভলান্টিয়ার-সহ পুলিশকর্মীদের যাতে টানা ডিউটি না করতে হয় সে বিষয়টি দেখতে। লালবাজারের এক ট্র্যাফিক কর্তা জানান, সার্জেন্ট ও অফিসারেরা ঘুরে ঘুরে ডিউটি করেন। কিন্তু কনস্টেবলরা একই জায়গায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করেন। তাই তাঁদের প্রবল গরমের থেকে কিছুটা রেহাই দেওয়ার চেষ্টা করা হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন ট্র্যাফিক গার্ডের আধিকারিকেরা দায়িত্বে থাকা পুলিশকর্মীদের মধ্যে গ্লুকোজ, ছাতা এবং ওআরএস বিলি করেছেন।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

লালবাজারের তরফে ওই সব নির্দেশ জারি করা হলেও তা কার্যকর করা নিয়ে সমস্যায় পড়েছেন পুলিশের আধিকারিকেরা। কারণ, বৃহস্পতিবার থেকেই পূর্ব মেদিনীপুরের ভোটের ডিউটি করার জন্য শহরের রাস্তা থেকে তুলে নেওয়া হয়েছে অধিকাংশ ট্র্যাফিক কনস্টেবলকে। সে ক্ষেত্রে যান চলাচল নিয়ন্ত্রণ করার জন্য অবশিষ্ট যাঁরা রয়েছেন, তাঁদের ডিউটির সময় কমিয়ে কী ভাবে পরিস্থিতি সামাল দেওয়া যাবে তা নিয়ে চিন্তিত আধিকারিকেরা।

অন্য বিষয়গুলি:

Kolkata Traffic Police Summer Weather
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy