দক্ষিণে ট্র্যাফিকের হাল কী? —ফাইল চিত্র।
অষ্টমীতে কলকাতা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। তার মাঝেও দক্ষিণ কলকাতায় ঠাকুর দেখার ধুম। বিকেলে জায়গায় জায়গায় যানজট শুরু হয়েছে। বড় জ্যাম গড়িয়াহাটে। প্রবল জ্যাম গড়িয়া এলাকাতেও। সোমবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় ঠাকুর দেখতে বেরোচ্ছেন? তা হলে দেখে নিন কোন কোন রাস্তায় জ্যাম। বন্ধ রয়েছে কোন কোন পথ। দক্ষিণের পুজো পরিক্রমা সহজ করতে খবরাখবর দিচ্ছে আনন্দবাজার অনলাইন।
কলকাতা পুলিশ সূত্রে খবর, গড়িহাটে হালকা যানজট রয়েছে। তবে রাসবিহারী রোডে প্রবল যানজট। টালিগঞ্জ থেকে হাজরাও থমকে আছে যানবাহন। গড়িয়াহাট থেকে গোলপার্কের রাস্তাতেও তাই। তবে যাদবপুর এলাকায় যান চলাচল স্বাভাবিক। সেলিমপুর, নাকতলা, গাঙ্গুলিবাগান ইত্যাদি এলাকার ছোট বড় একাধিক পুজোয় জনসমাগম হচ্ছে।
তবে ভিড় কিছুটা কমিয়েছে অসময়ের বৃষ্টি। তাই কয়েকটি জায়গা ছাড়া সে ভাবে দক্ষিণে যানজট হয়নি। অন্তত সন্ধ্যা পর্যন্ত। টালিগঞ্জে ট্র্যাফিকের হাল স্বাভাবিক রয়েছে। দেশপ্রিয় পার্কের ঠাকুর দেখার ভিড়ে কালীঘাট মেট্রো এলাকা, হাজরায় প্রবল জ্যাম হয়েছে। হাজরা থেকে গড়িয়াহাট যাওয়ার রাস্তায় ভিড়ে থমকাচ্ছে বাস-অটো। ম্যাডক্স স্কোয়্যারের ঠাকুর দেখার জনস্রোতে থমকাচ্ছে শরৎ বোস রোডে যান চলাচল। চেতলা অগ্রণীর পুজোয় ভিড় ভালই হচ্ছে। কিন্তু ট্র্যাফিক নিয়ন্ত্রণেই রয়েছে বলে জানাচ্ছে পুলিশ। জায়গায় জায়গায় গার্ডরেল বসানো হয়েছে। আরএসবি থেকে নিউ আলিপুরের রাস্তাজুড়েই জ্যাম চলছে।
কয়েক মিটার পর পর থমকে যাচ্ছে গাড়ি-বাইক-স্কুটার। ডায়মন্ড হারবার রোডে কোনও জ্যাম নেই। অন্য দিকে, ইএম বাইপাসে মোটের উপর যান চলাচল মসৃণ। তবে রুবি মোড়ের কাছে বার বার যানজট তৈরি হচ্ছে। এ ছাড়া, কসবা এলাকায় স্বাভাবিকের থেকে কম গতিতে চলছে যানবাহন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy