Advertisement
১৬ জানুয়ারি ২০২৫
Coronavirus

খোলা ক্রসিংয়ে চলছে ট্রেন, ঝুঁকি বারুইপুরে

লকডাউনের জেরে যাত্রিবাহী ট্রেন বন্ধ। তবে রেলকর্মীদের যাতায়াতের জন্য কিছু ট্রেন চলছে।

বিপজ্জনক: বারুইপুরের খোদার বাজারের কাছে অরক্ষিত সেই লেভেল ক্রসিং। নিজস্ব চিত্র

বিপজ্জনক: বারুইপুরের খোদার বাজারের কাছে অরক্ষিত সেই লেভেল ক্রসিং। নিজস্ব চিত্র

সমীরণ দাস
শেষ আপডেট: ১১ মে ২০২০ ০৩:১৪
Share: Save:

গেট খোলা। সেই অবস্থাতেই রেলওয়ে ক্রসিং পেরোচ্ছে ট্রেন। ট্রেনের আওয়াজ শুনে সতর্ক হতে হচ্ছে দু’দিক থেকে আসা গাড়ি ও বাইকচালকদের। গত ক’দিন ধরে বারুইপুর বাইপাসের খোদার বাজারের কাছের লেভেল ক্রসিংয়ে যাতায়াতের পথে এমনই ছবি চোখে পড়ছে।

লকডাউনের জেরে যাত্রিবাহী ট্রেন বন্ধ। তবে রেলকর্মীদের যাতায়াতের জন্য কিছু ট্রেন চলছে। পাশাপাশি রেললাইন পরীক্ষা ও অন্য কাজে চলছে কিছু ট্রেন। এরই মধ্যে শিয়ালদহ দক্ষিণ শাখায় বারুইপুরের পর থেকে তুলনায় ছোট রেলওয়ে ক্রসিংয়ের অধিকাংশের গেট ওঠানো-নামানো হচ্ছে না বলেই অভিযোগ উঠেছে। হর্ন বাজিয়ে সতর্ক করে ক্রসিং পেরোচ্ছে ট্রেন।

খোদার বাজারের ওই ক্রসিং সংলগ্ন এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, লকডাউন শুরুর পরেই দায়িত্বে থাকা গেটম্যান তল্পিতল্পা গুটিয়ে চলে গিয়েছেন। তালাবন্ধ পড়ে তাঁর ঘর। ফলে গেট খোলা অবস্থাতেই ট্রেন চলছে। ওই রাস্তা দিয়ে অ্যাম্বুল্যান্সের মতো জরুরি পরিষেবার গাড়ি এবং মোটরবাইক যাতায়াত করছে। গেট না নামানোয় ঝুঁকি নিয়েই চলছে সে সব।

শনিবার ওই ভাবে ট্রেন যাওয়ায় আটকে পড়েছিলেন স্থানীয় বাসিন্দা অয়ন গায়েন। তাঁর কথায়, “ফাঁকা রাস্তা দিয়ে জোরে মোটরবাইক চালিয়ে আসছিলাম। ক্রসিং পেরোনোর মুখে উল্টো দিক থেকে এক জন হাত নেড়ে দাঁড়াতে বললেন। পরে দেখলাম, ট্রেন ঢুকছে।” অন্য যাত্রী হামিদুল খান বলেন, “লাইন পেরোনোর মুখে হর্নের আওয়াজ শুনে বুঝতে পারি ট্রেন ঢুকছে। অথচ গেট খোলা! আমিই দ্রুত বাইক থেকে নেমে দু’দিক থেকে আসা গাড়িগুলিকে হাত দেখিয়ে থামাই। খেয়াল না করলে বড় অঘটন ঘটতে পারত।’’

একই ছবি দক্ষিণ শাখার শাসন স্টেশন সংলগ্ন রেলওয়ে ক্রসিংয়েও। স্টেশনের এক আধিকারিক বলেন, ‘‘দিনে দুটো-তিনটে ট্রেন চলছে। গেটম্যান চলে গিয়েছেন। ফলে গেট ওঠানো-নামানো হচ্ছে না। ক্রসিংয়ের কাছে ট্রেনের গতি কমিয়ে দিচ্ছেন চালক। এ ভাবেই এখন চলছে।’’

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তীর যুক্তি, “কর্মীদের নিয়ে যে সব ট্রেন চলছে, তা বারুইপুর পর্যন্তই। তার পর দক্ষিণে নিয়মিত ট্রেন চলছে না। ট্র্যাক পরীক্ষার জন্য কিছু ট্রেন চলছে। ক্রসিংয়ে সতর্ক হয়েই ট্রেন চালানো হচ্ছে।”

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেনআপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

অন্য বিষয়গুলি:

Coronavirus Health Coronavirus Lockdown
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy