খাবারের গাড়িকে আটক পুলিশের। — ফাইল চিত্র।
খাবারের কাউন্টার থেকে বিনামূল্যে খাবার না দেওয়ায় শহরের একটি ফাস্ট ফুড চেনের খাবারের গাড়িকে অজয়নগর মোড়ে আটক করার অভিযোগ উঠল পূর্ব যাদবপুর ট্র্যাফিক গার্ডের এক আধিকারিকের বিরুদ্ধে। অভিযোগ, জয়ীত সাহা নামে পূর্ব যাদবপুর ট্র্যাফিক গার্ডের ওই আধিকারিক যাদবপুর এলাকার ওই ফাস্ট ফুড চেনের ‘টেক অ্যাওয়ে’ কাউন্টার থেকে বিনামূল্যে খাবার নিয়ে যেতেন প্রায়ই। ওই দোকানের কর্ণধার রাজীব পালের অভিযোগ, ‘‘জয়ীতবাবুকে বিনামূল্যে খাবার দেওয়া বন্ধ করার জেরে অজয়নগরের মোড়ে আমাদের খাবারের গাড়ি শনিবার সকালে জোর করে বাজেয়াপ্ত করা হয়। অভিযোগ, আমাদের গাড়িটি নাকি ট্র্যাফিক নিয়ম মানেনি। যদিও আমরা সব ট্র্যাফিক নিয়ম মেনেই গাড়ি চালিয়েছি।’’
রাজীবের অভিযোগ, খাবারের গাড়ি বাজেয়াপ্ত করার জেরে তাঁদের কাউন্টার রবিবার বন্ধ রাখতে হয়েছে। এর জেরে ক্ষতি হয়েছে ব্যবসার। রাজীব বলেন, ‘‘রবিবার ডিসি (ট্র্যাফিক) দক্ষিণ এবং যাদবপুরের বিধায়ককে লিখিত অভিযোগ করেছি।’’ এই বিষয়ে জয়ীতকে ফোন করা হলে তিনি বলেন, ‘‘এই বিষয়ে আমি কিছু মন্তব্য করব না। যা বলার, দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের সোমবার বলব।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy