গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
রাজ্য জুড়ে শুরু ‘দুয়ারে সরকার’ শিবির, চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত
আজ থেকে শুরু হচ্ছে ‘দুয়ারে সরকার’ শিবির। আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আগেই রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানানো হয়েছিল। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে নাম নথিভুক্ত করা বা যে কোনও পরিবর্তনের আবেদন গ্রহণ করা হবে ‘দুয়ারে সরকার’ শিবিরে। সাধারণত রবিবার বা সরকারি কোনও ছুটির দিনে এই শিবির বন্ধ থাকবে বলে জানিয়েছে নবান্ন। তবে আঞ্চলিক ভাবে ছুটির দিনেও কোথাও কোথাও শিবিরের আয়োজন করা যেতে পারে। প্রয়োজন বুঝে সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন। ২০২০ সালের ডিসেম্বর মাসে ‘দুয়ারে সরকার’ পরিষেবা চালু করেছিল রাজ্য সরকার। এই নিয়ে নবম বার এই শিবির আয়োজিত হচ্ছে। ‘দুয়ারে সরকার’-এর শিবিরে গিয়ে সরকারি যে কোনও প্রকল্পে যে কোনও কাজের আবেদন করা যেতে পারে। এর মাধ্যমে সব সরকারি প্রকল্পকে এক ছাদের নীচে নিয়ে এসেছে নবান্ন। আজ এই সংক্রান্ত খবরে নজর থাকবে।
বিরোধীদের আপত্তির মাঝেই যৌথ সংসদীয় কমিটির বৈঠক
৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। এই অধিবেশনেই ওয়াকফ বিল নিয়ে রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে যৌথ সংসদীয় কমিটির। তার আগে শুক্র ও শনিবার বৈঠকে বসতে চলেছে যৌথ সংসদীয় কমিটির। বিরোধী সাংসদেরা বৈঠক পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। জানুয়ারির ৩০-৩১ তারিখে এই বৈঠক চাইছেন তাঁরা। তবে বৃহস্পতিবার বিকেল অবধি বৈঠক পিছোনোর কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। শেষ পর্যন্ত আজ বৈঠক আয়োজিত হলে বিরোধী সাংসদদের ভূমিকা কী থাকে, সে দিকে নজর থাকবে।
স্যালাইন-কাণ্ড: প্রতিবাদ মিছিলে শুভেন্দু অধিকারী
রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার নিশানায় এ বার মুখ্যমন্ত্রীর হাতে থাকা স্বাস্থ্য দফতর। মেদিনীপুর মেডিক্যাল কলেজে ত্রুটিপূর্ণ স্যালাইন ব্যবহারের ফলে এক প্রসূতি এবং এক সদ্যোজাতের মৃত্যুর অভিযোগকে কেন্দ্র বিরোধীদের নিশানায় সরকার। সেই অভিযোগকে সামনে রেখেই এ বার কলকাতায় পদযাত্রার ডাক শুভেন্দুর। স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্যসচিবের পদত্যাগ চেয়ে এবং চিকিৎসকদের সাসপেনশন প্রত্যাহারের দাবি তুলে ওই মিছিল হবে। আজ দুপুর ২টোয় কলেজ স্কোয়্যার থেকে মহম্মদ আলি পার্ক পর্যন্ত ওই মিছিলে শুভেন্দুর সঙ্গে থাকবেন বিদ্বজ্জন ও বিশিষ্ট নাগরিকেরাও।
আরজি কর মামলা: শাস্তি ঘোষণা পরবর্তী তর্ক ও বিতর্ক
আরজি কর-কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমরণ কারাবাসের শাস্তি দিয়েছে শিয়ালদহ কোর্ট। বিচারক জানিয়েছিলেন, এটা ‘বিরলের মধ্য বিরলতম’ নয়। এই রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সরকার থেকে আন্দোলনকারী চিকিৎসকেরা। সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। তারা তা করতে পারে কি না, শুনানিতে সেই প্রশ্ন করেছে সিবিআই। তার পরে সঞ্জয়ের ফাঁসি চেয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও মামলা করেছে হাই কোর্টে। আন্দোলনকারী চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁদের লড়াই থামবে না। অন্য দিকে, সঞ্জয়ের আইনজীবী তাঁর খালাস চেয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন। নিম্ন আদালতের এই রায় নিয়ে তর্ক-বিতর্ক কোথায় পৌঁছয়, তা নজরে থাকবে আজ।
ঘন কুয়াশার দাপট রাজ্যে, জাঁকিয়ে শীত কি অধরাই
পর পর পশ্চিমি ঝঞ্ঝার দাপটে চলতি সপ্তাহে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। আজ পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানাল আলিপুর। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত ঘন কুয়াশার দাপট চলবে রাজ্য জুড়ে। আগামী সপ্তাহের শুরুতে উত্তরের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। হালকা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে। তবে দক্ষিণবঙ্গে কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy