প্রতীকী ছবি।
দক্ষিণ কলকাতা জেলা বিজেপির এক নেতার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করা, ধর্ষণ ও হুমকির অভিযোগ আনলেন দলেরই এক প্রাক্তনমহিলাকর্মী। বুধবার ওই তরুণী হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগকারিণী জানান, ২০১৫ সালে তিনি বিজেপিতে যোগ দেন। তখন ওই নেতার সঙ্গে তাঁর পরিচয় হয় এবং পরে ঘনিষ্ঠতা বাড়ে। তরুণী বিবাহিতা হলেও
স্বামীর সঙ্গে বনিবনা ছিল না। তরুণীর দাবি, স্ত্রীর সঙ্গে গোলমাল চলছে বলে জানিয়েছিলেন ওই নেতাও। ডিভোর্সের পরে তিনি বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে দাবি অভিযোগকারিণীর। কিন্তু চার বছর কেটে গেলেও বিয়ে করেননি। তরুণীর অভিযোগ, তাঁর সঙ্গে সহবাসও করেছেন ওই নেতা। এ নিয়ে কথা বলতে গেলে তাঁকে হুমকি দেওয়া হয় বলেও তরুণীর অভিযোগ। এমনকি, ২০১৭ সালে দল থেকে তাঁকে ইস্তফা দিতে বাধ্য করার অভিযোগও এনেছেন ওই তরুণী। তাঁর দাবি, পরে ফের দলে যোগ দিলেও ২০১৯ সালে ওই নেতার চাপে আবারও ইস্তফা দেন তিনি। ৫০ হাজার টাকা নিয়ে তা ফেরত না-দেওয়ারও অভিযোগ এনেছেন তরুণী।
অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা রুজু করেছে। তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত ওই বিজেপি নেতার কোনও বক্তব্য মেলেনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy