Advertisement
E-Paper

নিয়োগের আগেই চালকের ‘ঠিকুজি-কোষ্ঠী’ জমা দিতে হবে, অ্যাপ ক্যাব সংস্থাদের জানাল কলকাতা পুলিশ

আরজি কর হাসপাতালের ঘটনার পর শহর সুরক্ষিত করতে আরও সচেষ্ট কলকাতা পুলিশ। অ্যাপ ক্যাব পরিষেবার উপর বাড়তে চলেছে নজরদারি।

App Cabs have to inform Kolkata Police about all the details of the driver before hiring

—ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৪ ১৫:৫৮
Share
Save

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার জেরে রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। নিহতের সুবিচারের দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ। এই অবস্থায় শহরের নিরাপত্তা আঁটসাঁট করতে উদ্যোগী প্রশাসন। নিয়োগের আগেই অ্যাপ ক্যাব ও বাইক ট্যাক্সি সংস্থার তরফে চালকদের তথ্য কলকাতা পুলিশকে জানাতে হবে। সম্প্রতি এমনই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ।

সম্প্রতি বিভিন্ন ক্যাব সংস্থার পাশাপাশি অপারেটরদের নিয়ে এক জরুরি বৈঠকে বসেছিলেন কলকাতা পুলিশেরর ডিসি (ট্র্যাফিক) ওয়াই এস জগন্নাথ রাও। ইতিমধ্যে পুরো বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, চালকের ছবি, ড্রাইভিং লাইসেন্স, মোবাইল নম্বর সবকিছুই আগাম পুলিশের কাছে জমা দিতে হবে। পাশাপাশি, দিতে হবে চালকের ভোটার কার্ড, প্যান কার্ড, ঠিকানার প্রমাণপত্রও।

এ ছা়ড়া চালকের তরফে একটি হলফনামাও জমা দেবে সংশ্লিষ্ট অ্যাপ ক্যাব ও বাইক ট্যাক্সি সংস্থা। গত সাত বছরে ওই ব্যক্তি অপরাধে জড়িত ছিলেন কি না অথবা তাঁর বিরুদ্ধে পুলিশি অভিযোগ আছে কি না, তা-ও উল্লেখ করতে হবে হলফনামায়।

কলকাতা পুলিশের এই সিদ্ধান্ত নিয়ে অবগত পরিবহণ দফতরও। তবে যাত্রী সুরক্ষার ক্ষেত্রে নেওয়া পুলিশ প্রশাসনের সিদ্ধান্তে নাক গলাতে নারাজ দফতর। পরিবহণ দফতরের এক আধিকারিক জানাচ্ছেন, এ বিষয়ে কলকাতা পুলিশকে সব রকমের সাহায্য করতে প্রস্তুত তাঁরা। অনলাইন অ্যাপ ক্যাব অপারেটার্সের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘যাত্রী সুরক্ষায় প্রয়োজন অনুযায়ী কলকাতা পুলিশকে সহযোগিতা করব। কারণ, যাত্রীদের সুরক্ষা দিতে পারলেই, তাঁরা আমাদের থেকে পরিষেবা নিতে আগ্রহী হবেন। তাই এ ক্ষেত্রে কলকাতা পুলিশের প্রতি আমাদের নিঃর্শত সমর্থন রয়েছে।’’

App Cab App Cab Driver Kolkata Police R G Kar Medical College And Hospital Incident

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

ক্যানসেল করতে পারবেন আপনার সুবিধামতো

Best Value
প্রতি বছরে

৫১৪৮

১৯৯৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
প্রতি মাসে

৪২৯

১৬৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।