Advertisement
০২ নভেম্বর ২০২৪

হাতির দাঁতের সামগ্রী পাচারে ধৃত আরও এক

ডিআরআই সূত্রের খবর, প্রধানত কেরল থেকে বেআইনি ভাবে হাতির দাঁত সংগ্রহ করে নিয়ে আসতেন সুদেশচন্দ্র বাবু। তাঁর বাড়ি দক্ষিণ কলকাতার রাজডাঙায়। সোমবার কেরল থেকে ফেরার পথে হাতির দাঁত-সহ সুদেশকে ধরা হয়।

উদ্ধার হওয়া সামগ্রী। নিজস্ব চিত্র

উদ্ধার হওয়া সামগ্রী। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৯ ০০:১৯
Share: Save:

হাতির দাঁত ও তা থেকে তৈরি সামগ্রী বিদেশে পাচারের অভিযোগে আগেই গ্রেফতার হয়েছিলেন বাবা ও মেয়ে। তাঁদের জেরা করে এ বার গ্রেফতার করা হল আরও এক জনকে। ধৃত গৌতম ভাস্করের বাড়ি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। মঙ্গলবার ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)-এর বহরমপুরের অফিসারেরা তাঁর বাড়িতে হানা দিয়ে ৪০ লক্ষ টাকারও বেশি মূল্যের সামগ্রী বাজেয়াপ্ত করেছেন। যার মধ্যে মূর্তি ছাড়াও রয়েছে হাতির দাঁতের তৈরি ফুলদানি, পেনদানি, গয়না, ঘর সাজানোর জিনিস।

ডিআরআই সূত্রের খবর, প্রধানত কেরল থেকে বেআইনি ভাবে হাতির দাঁত সংগ্রহ করে নিয়ে আসতেন সুদেশচন্দ্র বাবু। তাঁর বাড়ি দক্ষিণ কলকাতার রাজডাঙায়। সোমবার কেরল থেকে ফেরার পথে হাতির দাঁত-সহ সুদেশকে ধরা হয়। অভিযোগ, হাতির দাঁত থেকে মূর্তি ও অন্য সামগ্রী বানিয়ে তা বিদেশে পাচারের দায়িত্বে ছিলেন সুদেশের মেয়ে অমিতা। তাঁকেও ধরা হয়েছে। আরও অভিযোগ, বছর চারেক আগে কেরলে বেআইনি হাতি শিকারের সঙ্গে জড়িয়েছিল সুদেশের নাম। এমনকি, তাঁর স্ত্রী ও ছেলেও হাতির দাঁত পাচারে অভিযুক্ত ছিলেন বলে ডিআরআই সূত্রে জানা গিয়েছে।

ডিআরআই-এর অফিসারদের দাবি, জিয়াগঞ্জের গৌতম জেরায় জানিয়েছেন, তাঁকে হাতির দাঁত সরবরাহ করতেন সুদেশ। তা থেকে তিনি মূর্তি ও অন্য সামগ্রী বানিয়ে অমিতাদের দিতেন। এর জন্য টাকা পেতেন তিনি। এই মূর্তি বিদেশে পাচার হত বলেও জানিয়েছেন গৌতম।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

অন্য বিষয়গুলি:

Crime Police Poaching
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE