Advertisement
E-Paper

আইপিএলের ম্যাচে বেটিং, উত্তর কলকাতার লর্ডস ক্যাফে থেকে ৪ জনকে ধরল কলকাতা পুলিশ

আইপিএলে একটি মেসেজিং সাইটকেও বেটিং কারবারিরা ব্যবহার করছেন। সেখানে গ্রুপ করে খেলা শুরুর কয়েক ঘণ্টা আগে থেকে সক্রিয় হচ্ছেন তাঁরা। এমনকি, ওই চক্রের মাথাদের ভিন্‌দেশে বসে থাকার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ১২:৫০
Share
Save

মোবাইলের একটি অ্যাপ্লিকেশন (অ্যাপ) ব্যবহার করে আইপিএলের ম‍্যাচে বেটিং চক্র চালানোর অভিযোগে উত্তর কলকাতার গিরিশ পার্কের একটি ক‍্যাফে থেকে ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম মজিদ, শাদাব আলি, আদর্শ নিগম এবং প্রভাত জয়সওয়াল। তাঁদের বয়স ২৭ থেকে ৩০ বছরের মধ্যে।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গিরিশ পার্কের বিবেকানন্দ রোডের উপরে লর্ডস ক্যাফে নামে একটি দোকানে হানা দেয় তারা। হাতেনাতে পাকড়াও হন চার জন। কয়েক দিন আগে ইডেন গার্ডেন্সে কলকাতা এবং হায়দরাবাদের ম্যাচ চলাকালীন তাঁরা বেটিং চক্র চালাচ্ছিলেন বলে অভিযোগ। বস্তুত, ওই ঘটনায় পোস্তা থানা এলাকায় অভিযান চালিয়ে অনিল পোদ্দার এবং অমিত দামানি নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে ছ’জন গ্রেফতার হয়েছেন।

পুলিশ জানিয়েছে, ‘স্কাইবাইট ৩৬৫’, ‘উল্‌ফ ৭৭৭’, ‘কেরালা এক্স সি এইচ’, ‘১১ এক্সপ্লে’, ‘গেমসওয়ালা’— এই মোবাইল অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করে আইপিএল টুর্নামেন্ট দেখতেন বেটিংয়ে জড়িত অভিযুক্তেরা। অভিযুক্তদের কাছ থেকে পাঁচটি মোবাইল বাজেয়াপ্ত হয়েছে। সেখান থেকে উদ্ধার করা স্ক্রিনশট থেকে পরিষ্কার হয়েছে বেটিং চক্রের কথা। পুলিশি হানায় একটি টিভিও বাজেয়াপ্ত হয়েছে।

মামলার তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই অনলাইন বেটিং চক্র চালানোর জন্য নির্দিষ্ট কিছু অ্যাপ ব্যবহার করেন অভিযুক্তেরা। ওই অ্যাপগুলো প্লে স্টোরে মিললেও টাকা দিলেই লিঙ্ক-সহ ‘আইডি’ হাতের নাগালে এসে যায়। ওই আইডি ব্যবহার করে চলে বেটিংয়ে অংশ নেওয়া। ম্যাচের ফলাফল তো আছেই, টসে কে জিতবে, শেষ ছয় ওভারে কত রান উঠবে, সেরা খেলোয়াড় কে নির্বাচিত হবেন— নানা বিষয় নিয়ে ১০০ টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত দর হাঁকানোর সুযোগ থাকে ওই অ্যাপে। তা ছাড়া, খেলা শুরু হলে কোন বলে কত রান উঠবে, তা নিয়েও বেটিং চলছে।

লালবাজার সূত্রে এ-ও জানা গিয়েছে, চলতি বছর আইপিএলে একটি মেসেজিং সাইটকেও বেটিং কারবারিরা ব্যবহার করছেন। সেখানে গ্রুপ করে খেলা শুরুর কয়েক ঘণ্টা আগে থেকে সক্রিয় হচ্ছেন তাঁরা। এমনকি, ওই চক্রের মাথাদের ভিন্‌দেশে বসে থাকার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।

arrest ipl betting Kolkata Police betting

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}