Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Garden Reach Incident

গার্ডেনরিচ হাসপাতালে অপারেশনের পর এক চোখের দৃষ্টিশক্তি খোয়ানোর পথে বৃদ্ধ! চিকিৎসায় সুস্থ ১৬

গত ২৮ ও ২৯ জুন গার্ডেনরিচ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ২০-২৫ জনের ছানি অস্ত্রোপচার হয়। ফলো-আপ করাতে হাসপাতালে এলে পরীক্ষা করে দেখা যায়, অনেকের চোখেই সংক্রমণ হয়েছে।

eye operation

—প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৪ ২২:৩৯
Share: Save:

গার্ডেনরিচ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ছানি কাটানোর পরে চোখে সংক্রমণ হয়েছিল। তার পর চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন কলকাতা মেডিক্যাল কলেজের ‘রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি’ (আরআইও)-তে। কিন্তু চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও এক জন রোগী এক চোখের দৃষ্টিশক্তি হারানোর পথে। হাসপাতাল সূত্রে খবর, গার্ডেনরিচের সরকারি হাসপাতালে চিকিৎসার পর আরআইও-তে ভর্তি হওয়া ১৬ জন সুস্থ হয়ে গিয়েছেন।

তবে ৭৬ বছর বয়সি এক রোগীর ডায়াবেটিস-সহ বয়সজনিত বেশ কিছু অসুখ ছিল। ঠিক মতো পরীক্ষানিরীক্ষা না করিয়ে তাঁর ছানি অপারেশন হয়েছিল। তাই আরআইও-তে চিকিৎসার পরেও তাঁর একটি চোখের দৃষ্টিশক্তির সমস্যা তৈরি হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী বলেন, ‘‘এখনও দু’জন রোগীর চিকিৎসা চলছে আরআইও-তে। এই বিষয়টি নিয়ে খোঁজ নেব।’’

গত ২৮ ও ২৯ জুন গার্ডেনরিচ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ২০-২৫ জনের ছানি অস্ত্রোপচার হয়। বাড়ি ফেরার পর থেকে চোখে যন্ত্রণা শুরু হয় তাঁদের। ফলো-আপ করাতে হাসপাতালে এলে পরীক্ষা করে দেখা যায়, অনেকের চোখেই সংক্রমণ হয়েছে। ফলে দৃষ্টি স্পষ্ট হওয়ার বদলে আরও ঝাপসা হয়ে গিয়েছে। বিষয়টি নজরে আসতেই সংক্রমিত ১৬ জন রোগীকে আরআইও-তে ভর্তির নির্দেশ দেয় স্বাস্থ্য দফতর। পাশাপাশি, আরও যাঁদের ছানি অস্ত্রোপচার হয়েছে, তাঁদের পর্যবেক্ষণে রাখতে হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়।

পরে আরও দু’জনের চোখে সংক্রমণের খোঁজ মেলে। তাঁদেরও আরআইও-তে ভর্তি করানো হয়েছে। হাসপাতালের একটি সূত্রে খবর, আগের ১৬ জনের মধ্যে ১২ জনের সংক্রমণ নিয়ন্ত্রণ করতে আধুনিক পদ্ধতিতে বিশেষ অস্ত্রোপচার করা হয়। বাকিরা ওষুধেই সাড়া দেন।

অন্য বিষয়গুলি:

Eye Operation cataract Garden Reach
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy