মঙ্গলবার জনস্বার্থ মামলার শুনানিতে হাইকোর্ট জানায়, চিনা অথবা সিন্থেটিক মাঞ্জা ব্যবহার করা যাবে না। ফাইল চিত্র
চিনা অথবা সিন্থেটিক মাঞ্জার ব্যবহার নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার এ সংক্রান্ত জনস্বার্থ মামলার শুনানিতে হাইকোর্ট জানায়, চিনা অথবা সিন্থেটিক মাঞ্জা ব্যবহার করা যাবে না। রাজ্যকে এই নিষেধাজ্ঞার বিষয়টি প্রচারে আনতেও বলা হয়েছে বলে আদালত সূত্রে খবর।
এর আগেও চিনা বা সিন্থেটিক মাঞ্জা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল রাজ্যের পক্ষ থেকে। কিন্ত অনেকেই সেই নিষেধাজ্ঞার বিষয়টি জানেন না বলে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আবেদনকারীর আইনজীবী। তিনি আদালতকে জানান, এই উদ্যোগ যথেষ্ট প্রশংনীয়। কিন্তু নিষেধাজ্ঞার বিষয়টি সে ভাবে প্রচার পায়নি। অনেকে এখনও চিনা মাঞ্জা দেওয়া সুতো দিয়েই ঘুড়ি ওড়াচ্ছেন।
ফলে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছেন মানুষ। বিশেষ করে মা উড়ালপুল এবং এজেসি বোস ফ্লাইওভারে হতাহত হচ্ছেন বাইক আরোহীরা।
আরও পড়ুন- শুধু স্বজনপোষণে কি উপরে ওঠা যায়, পরিশ্রমটাই আসল, বললেন সুদীপা
আরও পড়ুন: চিনকে কোনও তথ্য পাচার করেনি তারা, দাবি টিকটকের
২০১৭ সাল থেকে এখনও পর্যন্ত বহু মানুষই চিনা মাঞ্জায় আক্রান্ত হয়েছেন। পুলিশের তরফে পার্ক সার্কাস, কড়েয়া, বেনিয়াপুকুর, তিলজলা, তপসিয়া এলাকায় মাইকিং করা হয়। কিন্তু তার পরেও সচেতনতার অভাব ধরা পড়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy