মঙ্গলবার বিচারপতি নির্দেশ দিলেন, ১০ দিনের মধ্যে কলকাতা হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে এই টাকা জমা দিতে হবে। — ফাইল ছবি।
ইস্টার্ন কোলফিল্ড (ইসিএল) সংস্থার চেয়ারম্যান তথা জেনারেল ম্যানেজারকে ৬ লক্ষ টাকা জমা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার তিনি নির্দেশ দিলেন, ১০ দিনের মধ্যে কলকাতা হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে এই টাকা জমা দিতে হবে।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আরও নির্দেশ, ইস্টার্ন কোলফিল্ডের নিয়ন্ত্রণাধীন স্কুলগুলির শিক্ষক-শিক্ষিকার কত জনের কত বেতন বকেয়া রয়েছে, তার তালিকা ২ দিনের মধ্যে জমা দিতে হবে।
কয়লা উত্তোলনকারী সংস্থা ইস্টার্ন কোলফিল্ডের অধীনে ঝাড়খণ্ডে ৯টি এবং পশ্চিমবঙ্গে ৭টি স্কুল রয়েছে। ওই স্কুলের যে সব শিক্ষক-শিক্ষিকার বিএড ডিগ্রি রয়েছে, তাঁরা মাসে ৭,০০০ টাকা পান। যাঁরা স্নাতক পাশ, তাঁরা মাসে ৫,৫০০ টাকা বেতন পান। তার থেকে কম শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন শিক্ষকেরা মাসে ৫,০০০ টাকা বেতন পেয়ে থাকেন।
অভিযোগ, নিজেদের খেয়াল খুশি মতো বেতন দিচ্ছে ইসিএল। স্কুলগুলির কোনও উন্নয়ন করছে না এবং সেগুলি বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে সংস্থা। এই অভিযোগে আদালতের দ্বারস্থ হন ৪৪ জন শিক্ষক-শিক্ষিকা। তাঁদের দাবি, এক বছরের বেশি সময় বেতন বন্ধ রয়েছে। এই মামলার শুনানিতেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, ইসিএল চালাতে না পারলে, স্কুলগুলি রাজ্যের হাতে দিয়ে দিক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy