সোমবার দুপুরে ধর্মতলার ধর্নামঞ্চে সামনের দৃশ্য। —নিজস্ব চিত্র।
বিকেল ৪টে ২০ মিনিট নাগাদ ধর্মতলা থেকে নবান্নের উদ্দেশে রওনা দেয় জুনিয়র ডাক্তারদের গাড়ি। ঠিক সাড়ে ৪টে নাগাদ সেই গাড়ি পৌঁছয় নবান্নে। নিজেদের ১০ দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করতেই নবান্নে যাচ্ছেন তাঁরা। সেই বৈঠকে কী হয়, তার উপর ভিত্তি করেই ঠিক হবে অনশন উঠবে কি না। নবান্নের বৈঠকের দিকে তাকিয়ে আছেন অনশনরত জুনিয়র ডাক্তারেরা। অনশনমঞ্চে তাঁদের শারীরিক অবস্থা ক্রমশ অবনতি ঘটছে। শরীর দুর্বল। মাথা ঘুরছে। মূত্রে বাড়ছে কিটোন বডির মাত্রা। ধর্মতলা এবং উত্তরবঙ্গে অনশনরত জুনিয়র ডাক্তারদের শারীরিক নিয়ে উদ্বেগ বাড়ছে।
ধর্মতলায় প্রথম দিন থেকে অনশনে রয়েছেন অর্ণব মুখোপাধ্যায়, স্নিগ্ধা হাজরা এবং সায়ন্তনী ঘোষ হাজরা। সোমবার তাঁদের ‘আমরণ অনশন’ সপ্তদশ দিনে পড়ল। শরীর ক্রমেই ভাঙছে তাঁদের। সর্ব ক্ষণ যন্ত্রণা হচ্ছে। সঙ্গে দুর্বলতা রয়েছে। তবু অনশন বন্ধ করতে নারাজ অর্ণবেরা। সায়ন্তনী বলেন, ‘‘শরীর দুর্বল হলেও মানসিক ভাবে আমরা মজবুত আছি।’’ তাঁদের দেখে মনের জোর পাচ্ছেন পরিচয় পণ্ডা, অলোলিকা ঘোডুই, রুমেলিকা কুমার, স্পন্দন চৌধুরী এবং সন্দীপ মণ্ডল। এখন ১০ দফা দাবিতে অনশন করছেন মোট আট জন জুনিয়র ডাক্তার।
অনশনমঞ্চে শুধু জল খেয়ে দিন কাটছে অনশনকারীদের। খাবার না খাওয়ায় শরীরে দুর্বলতা বাড়ছে। কখনও কখনও উঠে বসতে পারছেন, কিন্তু বেশির ভাগ সময়ই দুর্বলতার কারণে শুয়েই কাটচ্ছে তাঁদের দিন। আপাতত দিনে দু’বার করে অনশনকারীদের রক্তচাপ, নাড়ির গতি, ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ (সিবিজি) মাপা হচ্ছে। রোজকার মতো রবিবারও অনশনকারী জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে। তবে সেই রিপোর্ট যথেষ্টই আশঙ্কাজনক।
অর্ণব মুখোপাধ্যায়
রক্তচাপ: ১১৬/৮৬
নাড়ির গতি: ৯২
সিবিজি: ৬১
মূত্রে কিটোন বডির মাত্রা বেড়েছে
সায়ন্তনী ঘোষ হাজরা
রক্তচাপ: ৯০/৭০
নাড়ির গতি: ৬৮
সিবিজি: ৬৩
মূত্রে কিটোন বডির মাত্রা বেড়েছে
স্নিগ্ধা হাজরা
রক্তচাপ: ১০২/৭৬
নাড়ির গতি: ৮৪
সিবিজি: ৬১
মূত্রে কিটোন বডির মাত্রা বেড়েছে
পরিচয় পণ্ডা
রক্তচাপ: ১৩০/৯৬
নাড়ির গতি: ৯২
সিবিজি: ৭১
মূত্রে মিলেছে কিটোন বডি
আলোলিকা ঘোড়ুই
রক্তচাপ: ১০২/৯৬
নাড়ির গতি: ৯২
সিবিজি: ৭১
মূত্রে মিলেছে কিটোন বডি
রুমেলিকা কুমার
রক্তচাপ: ১০২/৭৬
নাড়ির গতি: ৭৬
সিবিজি: ৬৯
মূত্রে মিলেছে কিটোন বডি
স্পন্দন চৌধুরী
রক্তচাপ: ১১৮/৭৮
নাড়ির গতি: ৭৬
সিবিজি: ৬৬
সন্দীপ মণ্ডল
রক্তচাপ: ১১০/৭০
নাড়ির গতি: ৭৫
সিবিজি: ১০০
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy