আগামী বছর বিধানসভা ভোটের কারণে ইতিমধ্যে এগিয়ে আনা হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। এ বার রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাও এক দিনে করার তোড়জোড় শুরু করল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। মঙ্গলবার জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের নতুন চেয়ারম্যান পদে যোগ দিয়ে এ কথাই জানালেন সজল দাশগুপ্ত। একই সঙ্গে তিনি উচ্চশিক্ষা দফতরের অধীনস্থ কারিগরি শিক্ষার অধিকর্তা।
ইতিমধ্যেই শারীরিক অসুস্থতার কারণে বোর্ডের চেয়ারম্যান পদ থেকে অবসর নিয়েছেন ভাষ্কর গুপ্ত। তাঁর জায়গাতেই সজলবাবুকে নিয়োগ করা হয়েছে। তিনি জানান, আগামী বছরের প্রথম দিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। তার পরেই দিল্লি বোর্ডের পরীক্ষা রয়েছে। ফলে কবে রাজ্যে জয়েন্টের পরীক্ষা নেওয়া হবে তা এখনও ঠিক করা হয়নি। তবে দ্রুত তা ঠিক করা হবে বলেও জানান তিনি।
এরপর চেয়ারম্যান বলেন, ‘‘নির্বাচনের সময়ে পরীক্ষার দিন ঠিক হলে প্রশসানরে তরফ থেকে সমস্ত সহযোগিতা পাওয়ার যাবে। সে কারণে একদিনে পরীক্ষা নেওয়ার কথা ভাবা হচ্ছে।’’ বোর্ড সূত্রের খবর, নির্বাচনের সময়ে প্রশাসন অন্য কাজে ব্যস্ত থাকে। আইন শৃঙ্খলা বজায় রেখে নির্বিঘ্নে যেন পরীক্ষার ব্যবস্থা করার জন্যেই এই পদক্ষেপ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy