জমিয়তে উলামায়ে হিন্দের কৃষক প্রতিবাদে সিদ্দিকুল্লাহ চৌধুরী। নিজস্ব চিত্র।
কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এ বার পথে নামল রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দ। শহরে মিছিলের পরে সমাবেশ থেকে জমিয়তের রাজ্য সভাপতি ও রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ ছুড়ে প্রশ্ন তুললেন, আরএসএস যদি ‘দেশপ্রেমিক’ হয়, তা হলে দেশের মানুষের এমন বিপদের সময়ে তারা প্রতিবাদে নেই কেন?
রাজাবাজার থেকে বৃহস্পতিবার ধর্মতলা পর্যন্ত ট্রাক্টর, লাঙল, গরু, হাল নিয়ে কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে মিছিল করে জমিয়তে। রানি রাসমণি অ্যাভিনিউয়ে আনাজপত্রের ডালা নিয়ে বসে পড়েন জমিয়তে সমর্থকেরা। সেখানে সমাবেশে সিদ্দিকুল্লা বলেন, ‘‘কোনও রাজ্যের সরকার বা কৃষক সমাজের কেউ কি এমন আইন দাবি করেছিল? একতরফা ভাবে এই কালা আইন মানুষের উপরে চাপিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কোনও সংশোধন বা সমঝোতার শর্ত নয়। আমরা চাই কৃষি আইন পুরোপুরি প্রত্যাহার করা হোক।’’ সিদ্দিকুল্লার আরও বক্তব্য, ‘‘আরএসএস নিজেদের ‘দেশপ্রেমিক’ বলে দাবি করে। তারা যদি ‘দেশপ্রেমিক’ হয়, তা হলে দেশের মানুষের এমন বিপদের সময়ে তারা প্রতিবাদে নেই কেন?’’ সমাবেশে পাশ হওয়া প্রস্তাবে দাবি করা হয়েছে, বেসরকারিকরণই যদি পথ হয়, তা হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাতের সরকারকে আগে বেসরকারি হাতে দিয়ে দেখা হোক মানুষ কেমন থাকেন! জমিয়তের অভিযোগ, দেশের ৮৫ কোটি মানুষ কৃষি-নির্ভর এবং কৃষকদের উৎপাদনের উপরে গোটা দেশ নির্ভরশীল। একসঙ্গে সকলেরই বিপদ ডেকে এনেছে মোদী সরকার। কেন্দ্রীয় প্রতিবাদের পরে এ বার জেলায় জেলায় ধর্না-বিক্ষোভের ডাক দিয়েছেন জমিয়তের রাজ্য নেতৃত্ব।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy