যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি (আইসিসি)-তে ছাত্র প্রতিনিধি বাছতে এ বার ভোটাভুটি হতে চলেছে। ফেব্রুয়ারির শেষের দিকেই এই ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। এত দিন পর্যন্ত ছাত্র সংসদের প্রতিনিধিরাই এই কমিটিতে জায়গা পেতেন। কিন্তু গত কয়েক বছর ধরে যাদবপুরে কোনও ছাত্রভোট হয়নি। ২০২০ সালে শেষ ছাত্র সংসদ নির্বাচন হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ফলে সেই সময়ের ছাত্র প্রতিনিধিরাই এখনও রয়ে গিয়েছেন কমিটিতে। আইসিসিতে কেন নতুন ছাত্র প্রতিনিধি বাছা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন ছাত্রদের একাংশ। এই অবস্থায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইসিসিতে ছাত্র প্রতিনিধিদের বাছাই করতে ভোটাভুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইসিসিতে ছাত্র প্রতিনিধি ছাড়াও অধ্যাপকেরা এবং অন্য মনোনীত প্রতিনিধিরা থাকেন। এত দিন ছাত্র সংসদের প্রতিনিধিরা সরাসরি আইসিসিতে জায়গা পাওয়ায় আলাদা করে ভোটাভুটির প্রয়োজন প়ড়েনি। তবে ছাত্র নির্বাচন থমকে থাকার কারণে উদ্ভূত জট কাটাতে এ বার আইসিসিতে ছাত্র প্রতিনিধি বাছতে ভোটাভুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এগ্জিকিউটিভ কমিটি (ইসি) ইতিমধ্যে ভোটাভুটিতে অনুমতি দিয়েছে। ২০১৫ সালে আইসিসি গঠিত হয় যাদবপুরে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, তার পর থেকে ছাত্র প্রতিনিধি বাছতে এমন ভোটাভুটি হতে দেখা যায়নি।
আরও পড়ুন:
প্রত্যেক ‘ফ্যাকাল্টি’ থেকে এক জন করে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হবেন। অর্থাৎ, স্নাতক এবং স্নাতকোত্তর মিলিয়ে ৬ জন ছাত্র প্রতিনিধি জায়গা পাবেন কমিটিতে। তবে প্রত্যেককে নিবন্ধীকৃত কোনও ছাত্র সংগঠনের হতে হবে। সে ক্ষেত্রে সব মিলিয়ে মোট ১৮ জন পড়ুয়া আইসিসি নির্বাচনে জায়গা পাবেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্ট রজত রায় জানিয়েছেন, আগামী ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের অ্যাডভাইজ়রি কমিটির বৈঠক রয়েছে। তার পরেই আইসিসিতে ছাত্র প্রতিনিধি বাছার ভোটের দিন চূড়ান্ত হবে।