ইসলামপুরের দাড়িভিট স্কুল।—নিজস্ব চিত্র।
সামনের শনিবারই দাড়িভিট স্কুলের তালা খুলতে উদ্যোগী হয়েছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে উত্তর দিনাজপুরের ইসলামপুরের মহকুমাশাসক মণীশ মিশ্রের উদ্যোগে তাঁরই দফতরে একটি সর্বদলীয় বৈঠক হয়। সেই বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান মণীশবাবু। তবে দাড়িভিট কাণ্ডে নিহত দুই যুবকের পরিবার এই ব্যাপারে মুখ খুলতে চায়নি। নিহত তাপস বর্মণের বাবা বাদলবাবু বলেন, ‘‘শনিবার যখন প্রশাসনের আধিকারিকেরা স্কুলে আসবেন, তখনই যা বলার বলব।’’
মণীশবাবু বলেন, ‘‘নিহত দু’জনের পরিবারের লোকেদের সঙ্গেও কথা হয়েছে। আশা করা যায়, সমস্যা মিটে যাবে।’’ তিনি বলেন, ‘‘সর্বদল বৈঠকে সবার দাবি শুনেছি। ১০ তারিখ স্কুল খোলার ক্ষেত্রে প্রত্যেকেই থাকবেন।’’ সর্বদল বৈঠকে দাড়িভিট কাণ্ডে ধৃত আট জনের মুক্তির দাবি তোলা হয়েছে। ইসলামপুরের বিধায়ক তৃণমূলের কানাইয়ালাল আগরওয়ালও জানান, নিরীহদের মুক্তি দেওয়ার দাবিটি গুরুত্ব দিয়েই আলোচনা করা হয়েছে। বিজেপির উত্তর দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক সুরজিৎ সেন বলেন, ‘‘প্রত্যেকে উপস্থিত থেকেই স্কুল খোলা হবে।’’
তবে বৈঠক শুরু হওয়ার পরেই ইসলামপুরের মহকুমা পুলিশ আধিকারিক চোপড়ায় গণ্ডগোল শুরু হওয়ার খবর শুনে সেখানে চলে যান। সেই প্রসঙ্গ তুলে বিজেপি দাবি করেছে, বৈঠকে পুলিশের ভূমিকা তেমন ছিল না। তাদের দাবি, জেলাশাসকের উপস্থিতিতে পুলিশকর্তাদের নিয়ে আবার বৈঠক করতে হবে। ২০ সেপ্টেম্বর দাড়িভিট-কাণ্ডের পর থেকেই এই স্কুল বন্ধ। ১৫ নভেম্বর থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শুরু।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy