ইসলাম ধর্মের নামে হিংসা বা বিশৃঙ্খলা কোনও ভাবেই সমর্থনযোগ্য নয় বলে বার্তা দিল দারুল উলুম দেওবন্দ। ফ্রান্সে সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে তাদের আবেদন, সর্বত্রই প্রতিবাদ হওয়া উচিত শান্তিপূর্ণ। দেওবন্দ তাদের আবেদনে বলেছে, ইসলাম কখনওই ধর্মের নামে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা, হানাহানি, রক্তপাত বা নিরীহ মানুষের হত্যার কথা বলে না। এই বার্তার কথা উল্লেখ করেই জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেছেন, কোথাও অন্যায় ঘটনা ঘটলে তার জেরে অন্যত্র আরও কিছু ঘটনা ঘটে। সর্বত্রই এখন শান্তি বজায় রাখতে হবে। তবে বাক্ স্বাধীনতার নামে ফরাসি একটি পত্রিকা ইসলাম এবং মহম্মদকে নিয়ে যেমন প্রচার চালাচ্ছে, তা-ও সমর্থনযোগ্য নয়। পরিস্থিতি স্বাভাবিক করতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ-র সক্রিয় হস্তক্ষেপের দাবি করেছে জমিয়তে এবং আরও নানা সংগঠন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy