Advertisement
২২ ডিসেম্বর ২০২৪

নাগরিক সভা আজ তপন থিয়েটারে,জানালেন শঙ্খ

শঙ্খবাবু সোমবার বলেন, ‘‘রবীন্দ্রসদনে সভা আয়োজন করা যাচ্ছে না। কিন্তু প্রতিবাদ করা এই মুহূর্তে জরুরি। রবীন্দ্রসদনের পরিবর্তে তপন থিয়েটারে মঙ্গলবার সভা হবে।’’

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ জুন ২০১৯ ০১:৩৯
Share: Save:

রাজ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ ও বিভাজনের পরিবেশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে নাগরিক-সভার ডাক দিয়েছেন বিশিষ্ট জনেদের একাংশ। রবীন্দ্র সদনে আজ, মঙ্গলবার সন্ধ্যায় ওই সভা হওয়ার কথা ছিল। কিন্তু রবীন্দ্র সদন না পাওয়ায় সভার স্থান শেষ পর্যন্ত সরিয়ে নিতে হল। শঙ্খ ঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায়, নবনীতা দেবসেন, অপর্ণা সেন, দেবেশ রায়, বিভাস চক্রবর্তী, চন্দন সেন প্রমুখ বিবৃতি দিয়ে বলেছিলেন, ‘ভোটের পরে দেশে একমাত্র পশ্চিমবঙ্গের পরিস্থিতি অশান্ত। পশ্চিমবঙ্গে দাঙ্গা-হাঙ্গামা ও সাম্প্রদায়িক বিদ্বেষ বাড়ছে। সামাজিক অনুষ্ঠান এবং আচরণবিধিতেও সাম্প্রদায়িক রং লাগানোর চেষ্টা হচ্ছে। ...রাজনৈতিক ক্ষেত্রেও ধর্ম আর দলীয় সন্ত্রাস হাত ধরাধরি করে চলেছে।’ এর প্রতিবাদ করার তাগিদেই নাগরিক-সভার আয়োজন। শঙ্খবাবু সোমবার বলেন, ‘‘রবীন্দ্রসদনে সভা আয়োজন করা যাচ্ছে না। কিন্তু প্রতিবাদ করা এই মুহূর্তে জরুরি। রবীন্দ্রসদনের পরিবর্তে তপন থিয়েটারে মঙ্গলবার সভা হবে।’’ মৌলালি যুবকেন্দ্রে আজই অপর্ণা, কৌশিক সেন, বিনায়ক সেন, দেবশঙ্কর হালদারদের নিয়ে নাগরিক কনভেনশন করছে ‘শিল্পী, সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবী মঞ্চ’।

অন্য বিষয়গুলি:

Sankha Ghosh Soumitra Chatterjee Intellectuals Tapan Theatre
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy