চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্র্যাক্টিক্যাল এবং প্রোজেক্টের নম্বর এখনও আপলোড করেনি যে সব স্কুল, তাদের আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পোর্টালে ওই নম্বর আপলোড করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট স্কুলগুলিকে জরিমানার মুখে পড়তে হবে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এমনই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘এর আগে দু’বার এই পোর্টাল খোলা হয়েছে। তার পরেও দেখা যাচ্ছে, কিছু স্কুল এখনও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্র্যাক্টিক্যাল ও প্রোজেক্টের নম্বর আপলোড করেনি। তাই ফের ২০ ফেব্রুয়ারি থেকে পোর্টাল খোলা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে সেখানে নম্বর আপলোড করা না হলে পরীক্ষার্থী-পিছু এক হাজার টাকা জরিমানা দিতে হবে।’’ প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে ৩ মার্চ।
এর পাশাপাশি সংসদ জানিয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে কৃত্রিম মেধা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) এবং ডেটা সায়েন্স আর পৃথক বিষয় হিসাবে নয়, এই দু’টি বিষয়কে একসঙ্গে করে একটি পত্র হিসাবেই পড়ানো হবে। নতুন পত্রটির নাম দেওয়া হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স। যে সব স্কুল এই বিষয়টি পড়াতে চায়, সেখানে কম্পিউটার সায়েন্সের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক থাকা বাধ্যতামূলক। তবে, যে স্কুলগুলিতে ইতিমধ্যেই এই দু’টি বিষয় চলছে, তাদের আর নতুন পত্রটি পড়ানোর জন্য পৃথক ভাবে আবেদন করতে হবে না। সংসদ জানিয়েছে, যে সব বিষয় নিয়ে ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকে পড়তে চায়, সেগুলিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে রয়েছে মূলত বিজ্ঞানের বিষয়গুলি। দ্বিতীয় ভাগে রয়েছে বাণিজ্য এবং তৃতীয় ভাগে রয়েছে কলা বিভাগের বিষয়। প্রথম ভাগের বিষয় নিয়ে পড়তে চাওয়া ছাত্রছাত্রীরাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স নিতে পারবে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক জানান, এ বার উচ্চ মাধ্যমিক স্তরে আরও দু’টি বিষয় যোগ হয়েছে— ফিশারিজ এবং এনভায়রনমেন্টাল সায়েন্স বা পরিবেশ বিজ্ঞান। দু’টি বিষয়েরই প্র্যাক্টিক্যালে রয়েছে ৩০ নম্বর। আগে এনভারনমেন্টাল স্টাডিজ় বিষয়টি থাকলেও এনভারেনমেন্টাল সায়েন্স ছিল না। প্রিয়দর্শিনী বলেন,
‘‘ফিশারিজ বিষয়টি হাতেকলমে শিক্ষার জন্য দরকার জলাশয়। গ্রামেগঞ্জে জলাশয় রয়েছে অনেক। সেখানকার পড়ুয়ারা এই বিষয়টি পড়লে তারা হাতেকলমে অনেক কিছু শিখতে পারবে।’’
একই সঙ্গে সংসদ জানিয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক স্তরে সিমেস্টারের প্র্যাক্টিক্যাল পরীক্ষায় পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। তবে থিয়োরি বা লেখা পরীক্ষায় আগের মতোই যে কোনও ধরনের ক্যালকুলেটর নিষিদ্ধ।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)