দীপঙ্কর মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্র। —নিজস্ব চিত্র।
অবশেষে পুলিশের জালে ধরা পড়ল দক্ষিণ ২৪ পরগনার কুখ্যাত দুষ্কৃতী দীপঙ্কর মণ্ডল। বিশেষ অভিযান চালিয়ে বুধবার সকালে বাড়ি থেকে তাকে গ্রেফতার করল বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)।
ক্যানিং থানা এলাকার দক্ষিণ বুড়োখালি এলাকার বাসিন্দা দীপঙ্কর। বেআইনি অস্ত্র কারবার এবং নানা অপরাধমূলক কাজকর্মের জন্য দীর্ঘদিন ধরেই পুলিশের খাতায় নাম ছিল তার। ৪-৫টি এফআইআরও দায়ের হয় তার বিরুদ্ধে।
তা সত্ত্বেও এতদিন পুলিশের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছিল সে। সম্প্রতি সে বাড়ি ফিরেছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। তার পরই এ দিন ভোরবেলা তার বাড়ি ঘিরে ফেলে এসওজি বাহিনী। সেখানে হানা দিয়ে দীপঙ্কর মণ্ডলের নাগাল পায় পুলিশ। উদ্ধার হয় প্রচুর অস্ত্রশস্ত্র।
আরও পড়ুন: দল যা সিদ্ধান্ত নেবে, সেটাই হবে, মহারাষ্ট্র বিধানসভায় শপথের পর বললেন অজিত পওয়ার
আরও পড়ুন: দেবেন্দ্রর ইস্তফা, শপথের অপেক্ষায় উদ্ধব, বিজেপির মুখ পুড়ল মহারাষ্ট্রে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীপঙ্করের বাড়িতে তল্লাশি চালিয়ে ৫টিন তাজা বোমা, ৩টি সিঙ্গল লং পাইপ গান, ৩টি শর্টার পাইপ গান এবং ১১ রাউন্ড গুলি উদ্ধার হয়। উদ্ধার হয় দু’টি মোবাইল ফোনও।
আজই দীপঙ্করকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। সেখানে তার পুলিশি হেফাজত চাওয়া হতে পারে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy