ইঞ্জিনিয়ারিং কলেজগুলির মধ্যে প্রথম ১০০-য় এ রাজ্যের চারটি প্রতিষ্ঠান রয়েছে। তবে গত বছরের তুলনায় বেশ কিছুটা ধাপ নেমে গিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। ২০১৯ সালে এই তালিকায় চতুর্থ স্থানে ছিল আইআইটি খড়্গপুর। এ বার এক ধাপ নেমে পঞ্চম স্থানে রয়েছে তারা। ২০১৯-এ ১৪তম স্থানে থাকলেও এ বার ১৭তম স্থানে নেমে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। গতবছরের ১৯তম স্থান থেকে এ বার ২১তম স্থানে নেমে এসেছে আইআইইএসটি শিবপুর। গত বছর ৪৬তম স্থানে ছিল এনআইটি দুর্গাপুর। এ বার তারা নেমে এসেছে ৪৭-এ।
দেশের সমস্ত কলেজগুলির মধ্যে এ রাজ্যের সাতটি কলেজ প্রথম ১০০-য় জায়গা করে নিয়েছে। গত বছর দশম স্থানে থাকা সেন্ট জেভিয়ার্স এ বছর সপ্তম স্থানে উঠে এসেছে। গত বছর একাদশ স্থানে ছিল বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। যুগ্ম ভাবে সপ্তম স্থান দখল করেছে তারা। তালিকায় বেশ কয়েক ধাপ নেমে গিয়েছে নরেন্দ্রপুরের রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজ। গত বছর ১৫তম স্থানে থাকলেও, এ বছর ২০তম স্থানে নেমে গিয়েছে তারা। লোরেটো, বেথুন এবং লেডি ব্রাবোর্ন যথাক্রমে ৭৫, ৮৮ এবং ৯৪তম স্থান দখল করেছে।
দেশের ৪০টি মেডিক্যাল কলেজের যে তালিকা প্রকাশ করেছে কেন্দ্র, তাতে এ রাজ্যের একটি প্রতিষ্ঠানেরও জায়গা হয়নি। ৭৫টি ফার্মাসি কলেজের মধ্যে এ রাজ্যের তিনটি প্রতিষ্ঠান রয়েছে। তবে গত বছর তৃতীয় স্থানে থাকলেও এ বছর একধাক্কায় ২৭তম স্থানে নেমে এসেছে এনআইপিইআর-কলকাতা। ৬১তম স্থানে রয়েছে এনএসএইচএম নলেজ ক্যাম্পাস। জিএনআইপিএসটি রয়েছে ৬৭তম স্থানে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy