
আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধে শ্বাস বন্ধ হওয়ার জোগাড়! ‘প্রাণে বাঁচতে’ ভারতের নামে মালা জপছে চিন। শুধু তা-ই নয়, এক রকম জলের দরে বৈদ্যুতিন পণ্য নয়াদিল্লির হাতে তুলে দিতেও আপত্তি নেই বেজিঙের। ড্রাগনের এ-হেন ‘ভালমানুষ’ আচরণ ঘিরে জাগছে সন্দেহ। এর নেপথ্যে অন্য মতলব থাকা একেবারেই আশ্চর্যের নয়। আর তাই নয়াদিল্লিকে অতি সাবধানে পা ফেলার পরামর্শ দিয়েছেন সাবেক সেনাকর্তা থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞেরা।

চলতি বছরের ৯ এপ্রিল চিনা পণ্যের উপর শুল্কের পরিমাণ আরও বৃদ্ধি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে বর্তমানে আমেরিকার বাজারে কোনও সামগ্রী বিক্রি করার ক্ষেত্রে বেজিঙের ঘাড়ে চেপেছে ১৪৫ শতাংশ কর। হোয়াইট হাউসের থেকে সেটা স্পষ্ট হতেই যুক্তরাষ্ট্রের সংস্থাগুলি ড্রাগনভূমি থেকে বৈদ্যুতিন পণ্য আমদানি বন্ধ করার রাস্তায় হাঁটতে শুরু করেছে। আর এতেই পেটে লাথি পড়েছে চিনা প্রেসিডেন্ট শি জিনপিঙের।