Advertisement
২৭ নভেম্বর ২০২৪

টুকরো খবর

বেতন বৃদ্ধি নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন হলদিয়ার একটি ভোজ্য তেল প্রস্তুতকারক সংস্থার শতাধিক কর্মী। বৃহস্পতিবার দুপুর দু’টো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিক্ষোভ চলে। তেল প্রস্তুতকারক সংস্থাটির নাম গোকুল রিফওয়েলস অ্যান্ড সলভেন্ট লিমিটেড। সংস্থার ডাইরেক্টর (অপারেশান) বিনোদ রাজপুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ প্রশমিত হয়। কর্মীদের আর্থিক সঙ্কটের কথা স্বীকার করে বিনোদবাবু বলেন, “এ বার থেকে ফি-বছর বেতন বাড়ানো হবে।” বেতন বৃদ্ধির হারও বিবেচনা করা হচ্ছে বলে তিনি জানান।

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৪ ০১:১৮
Share: Save:

তেলের কারখানায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া

বেতন বৃদ্ধি নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন হলদিয়ার একটি ভোজ্য তেল প্রস্তুতকারক সংস্থার শতাধিক কর্মী। বৃহস্পতিবার দুপুর দু’টো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিক্ষোভ চলে। তেল প্রস্তুতকারক সংস্থাটির নাম গোকুল রিফওয়েলস অ্যান্ড সলভেন্ট লিমিটেড। সংস্থার ডাইরেক্টর (অপারেশান) বিনোদ রাজপুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ প্রশমিত হয়। কর্মীদের আর্থিক সঙ্কটের কথা স্বীকার করে বিনোদবাবু বলেন, “এ বার থেকে ফি-বছর বেতন বাড়ানো হবে।” বেতন বৃদ্ধির হারও বিবেচনা করা হচ্ছে বলে তিনি জানান। কর্মীদের অভিযোগ, তাঁদের অনেককেই সরকারি আইন অনুযায়ী ন্যূনতম পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। ওই শিল্প সংস্থার ম্যানেজার (এইচ আর) সত্যজিৎ দে বলেন, “বিষয়টি খতিয়ে দেখে ইতিবাচক পদক্ষেপ করা হবে।” ওই সংস্থায় কর্মীদের অভিযোগ, ২০০৯ বা তার পরবর্তী সময় থেকে তাঁরা কাজ করলেও, আশি শতাংশ কর্মীর বেতন অত্যন্ত কম। অনেককেই দেওয়া হচ্ছে না পিএফ ও ইএসআইয়ের টাকাও। তাঁদের দাবি, হলদিয়ার অন্য তেল প্রস্তুতকারক সংস্থাগুলি কর্মীদের অনেক বেশি বেতন দেয়। অথচ একই কাজ করলেও, তাঁদের তা দেওয়া হয় না। তবে কারখানা সূত্রে খবর, সংস্থার মালিকানা নিয়ে কিছু সমস্যা রয়েছে। প্রতিযোগিতাও বেড়েছে, তা-ই এই সমস্যা হচ্ছে। তবে, সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন কারখানা কর্তৃপক্ষ।

পর পর তিনটি বাড়িতে তালা ভেঙে সর্বস্ব লুঠ
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ


দুষ্কৃতীদের তাণ্ডবের চিহ্ন দেখাচ্ছেন পরিবারের দুই মহিলা। —নিজস্ব চিত্র।

তেঘড়ি গ্রামে একই পাড়ায় একই পরিবারের পাশাপাশি তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। পরিবাপেপ লোকজনের অভিযোগ, দুষ্কৃতীরা তালা ভেঙে নগদ সহ কয়েক লক্ষ টাকার জিনিসপত্র নিয়ে গিয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করেছেন তাঁরা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, তেঘড়ি গ্রামের বাসিন্দা দুই ভাই উদয়বরণ চক্রবর্তী ও দুলাল চক্রবর্তী এবং দুলালবাবির ছেলে সুশোভন দিন কয়েক আগে বাড়িতে তালা দিয়ে বেড়াতে গিয়েছিলেন। বুধবার সন্ধ্যায় তাঁরা বাড়ি ফিরে দেখেন সমস্ত ঘরের তালা, আলমারির তালা ভাঙা। সারা ঘরে জিনিসপত্র ছড়ানো। সঙ্গে সঙ্গে তাঁরা থানায় খবর দেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ব্যবসায়ী খুনে গ্রেফতার তিন
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল

গুলিবিদ্ধ হয়ে ব্যবসায়ী মত্যুর ঘটনায় তিনজনকে গ্রেফতার করল পুলিশ। ঘাটাল থানার বরদা সংলগ্ন শিবপুরের বাসিন্দা পেশায় ট্রাক ব্যবসায়ী বিশ্বজিৎ মণ্ডল খুন হন বুধবার দুপুরে। দাসপুরের দুধকোমরা গ্রামে রূপনারায়ণের খেয়াঘাটে স্বর্ণ ব্যবসায়ী কয়েকজন আত্মীয়ের সঙ্গে অপেক্ষা করার সময় দুষ্কৃতীদের গুলিতে জখম হন বিশ্বজিৎ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। বুধবার রাতে দাসপুর ও হাওড়ার জয়পুর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে জয়পুর থানার চিৎনান গ্রাম থেকে গোপাল দাস, ভূতনাথ দোলই ও শ্রীকান্ত লস্কর নামে তিনজনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ঘাটাল আদালতে তোলা হলে তিন জনকেই ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। উল্লেখ্য, ঘটনার দিন জয়পুরের চিৎনান গ্রামে যাওয়ার জন্য নৌকো ধরতেই খেয়াঘাটে অপেক্ষা করছিলেন বিশ্বজিৎরা। পুলিশ সূত্রের খবর, ধৃতেরা সকলেই দিনমজুর। তাদের বাড়ি হাওড়া জেলার আমতা থানার জামনিবাঁধে। তবে তারা চিৎনান গ্রামেই দীর্ঘদিন ধরে থাকত।

দুর্ঘটনায় পড়ুয়ারা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

খন্দ ভরা পথে চলতে গিয়ে উল্টে গেল আট পড়ুয়া বোঝাই ভ্যান রিকশা। সামান্য আহত হয় কয়েক জন। বৃহস্পতিবার, বেলুড় গিরিশ ঘোষ রোডে। প্রতিবাদে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন স্থানীয়েরা। পুলিশ জানায়, গিরিশ ঘোষ রোড সিইএসসি, কেএমডিএ-র কাজের জন্য কয়েক বার খোঁড়া হয়েছে। কিন্তু রাস্তা পুরো মেরামত হওয়ার আগেই বর্ষা আসায় ওই রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। হাওড়া সিটি পুলিশের কর্তারা জানান, মেরামতির বিষয়ে পূর্ত-দফতরকে জানানো হয়েছে।

ভর্তি-জুলুম নিয়ে তদন্ত গোঘাটে

গোঘাটের অঘোরকামিনী মহাবিদ্যালয়ে মেধা-তালিকার বাইরে থেকে তাদের পছন্দমতো পড়ুয়া ভর্তি করার জন্য তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) চাপ দিচ্ছে বলে অভিযোগ। তার তদন্ত করতে পুরশুড়ার বিধায়ক পারভেজ রহমানকে দায়িত্ব দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। টিএমসিপি যুক্ত থাকলে ওই কলেজে তাদের শাখা ভেঙে দেওয়ার জন্য সংগঠনের রাজ্য সভাপতি শঙ্কুদেব পণ্ডাকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তাদের পছন্দের ছাত্রছাত্রীদের অনার্সে ভর্তি করানোর জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বরূপ গঙ্গোপাধ্যায়কে চাপ দেওয়ার অভিযোগ ওঠে ওই কলেজের ছাত্র সংসদের বিরুদ্ধে। সংসদ টিএমসিপি-র দখলে। স্বরূপবাবু দাবি না-মানায় তাঁকে নিগৃহীত করা হয় বলেও অভিযোগ। সে-দিনই পার্থবাবু জানিয়েছিলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ একদম ঠিক কাজ করেছেন। বৃহস্পতিবার বিধানসভায় নিজের ঘরে বসে মন্ত্রী বলেন, “পারভেজকে এ ব্যাপারে তদন্ত করে রিপোর্ট দিতে বলেছি।” বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান শঙ্কু। মন্ত্রী ফের জানান, ছাত্রভর্তি হবে মেধাতালিকা থেকেই। পাঁচলা-গঙ্গারামপুর কলেজে ভর্তি হতে আসা ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ নিয়েও তদন্তের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। “অভিযোগ সত্যি হলে জড়িতদের গ্রেফতার করতে হবে,” বলেছেন পার্থবাবু। আজ, শুক্রবার ওই কলেজে ফের ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার কথা।

ভর্তি-জুলুম নিয়ে তদন্ত গোঘাটে

গোঘাটের অঘোরকামিনী মহাবিদ্যালয়ে মেধা-তালিকার বাইরে থেকে তাদের পছন্দমতো পড়ুয়া ভর্তি করার জন্য তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) চাপ দিচ্ছে বলে অভিযোগ। তার তদন্ত করতে পুরশুড়ার বিধায়ক পারভেজ রহমানকে দায়িত্ব দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। টিএমসিপি যুক্ত থাকলে ওই কলেজে তাদের শাখা ভেঙে দেওয়ার জন্য সংগঠনের রাজ্য সভাপতি শঙ্কুদেব পণ্ডাকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তাদের পছন্দের ছাত্রছাত্রীদের অনার্সে ভর্তি করানোর জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বরূপ গঙ্গোপাধ্যায়কে চাপ দেওয়ার অভিযোগ ওঠে ওই কলেজের ছাত্র সংসদের বিরুদ্ধে। সংসদ টিএমসিপি-র দখলে। স্বরূপবাবু দাবি না-মানায় তাঁকে নিগৃহীত করা হয় বলেও অভিযোগ। সে-দিনই পার্থবাবু জানিয়েছিলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ একদম ঠিক কাজ করেছেন। বৃহস্পতিবার বিধানসভায় নিজের ঘরে বসে মন্ত্রী বলেন, “পারভেজকে এ ব্যাপারে তদন্ত করে রিপোর্ট দিতে বলেছি।” বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান শঙ্কু। মন্ত্রী ফের জানান, ছাত্রভর্তি হবে মেধাতালিকা থেকেই। পাঁচলা-গঙ্গারামপুর কলেজে ভর্তি হতে আসা ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ নিয়েও তদন্তের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। “অভিযোগ সত্যি হলে জড়িতদের গ্রেফতার করতে হবে,” বলেছেন পার্থবাবু। আজ, শুক্রবার ওই কলেজে ফের ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার কথা।

বজ্রপাতে মৃত ২

হাওড়ার ডিউক রোডে বাজ পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতদের নাম মনু জায়সবাল (১৯) ও শোভম শোনকার (২৩)। বুধবার রাস্তার ধারে একটি পুকুরে মাছ ধরছিলেন তাঁরা। বাজ পড়ায় দু’জনেই অচৈতন্য হয়ে যান। মৃত্যু হয় হাসপাতালে। ওই দিনই স্ট্র্যান্ড রোড ও মহাত্মা গাঁধী রোডের মোড়ে খোলা ফিডার বক্সে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নবকুমার গুছাইত নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

মৃত্যু প্রৌঢ়ের

বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। মৃতের নাম চিত্তরঞ্জন ভুঁইয়া (৫০)। তাঁর বাড়ি ঘাটাল থানার খড়ার শহরে। বুধবার চিত্তরঞ্জনবাবু বাড়ির ছাদে উঠে তিল রাখছিলেন। সেই সময়ই আচমকা ছাদ থেকে পড়ে যান।

জল-যন্ত্রণা


বৃষ্টি নামতেই আমন ধানের বীজতলা তৈরির কাজ শুরু হয়েছে। গোঘাটের ভেলাদিঘিতে। ছবি: মোহন দাস।


মুম্বই রোডে লেন ভাঙার জেরে গত সোমবারই দুর্ঘটনায় গুরুতর জখম হন পটাশপুরের তৃণমূল
বিধায়ক জ্যোতির্ময় কর। তার পরই নড়েচড়ে বসেছে পুলিশ। হাওড়ার কুলগাছিয়ায় লেন
ভাঙা একটি লরিকে আটকেছে পুলিশ। বৃহস্পতিবার সুব্রত জানার তোলা ছবি।

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy