নেতাজি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন পুলিশ এসি
নিজস্ব সংবাদদাতা • বৈদ্যবাটি
ফাইনালের একটি মুহূর্ত। ছবি: দীপঙ্কর দে।
টাইব্রেকারে জিতে সারা ভারত যুব লিগ আয়োজিত নেতাজি কাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল পুলিশ এসি। রানার্স হয় ইস্টার্ন রেল। আইএফএ অনুমোদিত ওই প্রতিযোগিতা গত ২৪ জানুয়ারি থেকে আরম্ভ হয় বৈদ্যবাটির বিএস পার্ক মাঠে। প্রতিযোগিতার প্রধান উদ্যোক্তা নরেন চট্টোপাধ্যায় জানান, পুলিশ দলটি রেলওয়ে এফসি-কে এবং ইস্টার্ন রেল ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে ফাইনালে ওঠে। ফাইনাল হয় ২৬ তারিখ। ময়দানের দু’টি নামি দলের খেলা দেখতে মাঠের চারপাশ কানায় কানায় ভরে ওঠে। নির্ধারিত সময়ে কোনওদলই গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৩ গোলে জিতে বাজিমাত করে পুলিশ। প্রতিযোগিতার বিভিন্ন দিনে উপস্থিত ছিলেন অতীতের খ্যাতনামা ফুটবলার জামসিদ নাসিরি, হোসে র্যামিরেজ ব্যারেটো, সুভাষ ভৌমিক, তনুময় বসু, স্বরূপ দাস, আইএফএ-র ভাইস প্রেসিডেন্ট দেবব্রত মুখোপাধ্যায় প্রমুখ।
চন্দননগর সন্তান সঙ্ঘের শতবর্ষের সমাপ্তি অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • চন্দননগর
চন্দননগর সন্তান সঙ্ঘের শতবর্ষের সমাপ্তি অনুষ্ঠান গত ২৪ জানুয়ারি শেষ হয়েছে। গত ২০ তারিখ থেকে ক্লাব সংলগ্ন মাঠে ওই অনুষ্ঠান হয়। সঙ্ঘের সম্পাদক গৌতম গুহ মুস্তাফি জানান, বিশেষ বছরটিকে স্মরণীয় করে রাখতে গত ১২ মাসে বিভিন্ন খেলাধূলো এবং সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচি নেওয়া হয়েছিল। গত ১৭ জানুয়ারি বর্ণাঢ্য সান্ধ্যফেরি বের হয়। কয়েকশো মানুষ তাতে সামিল হয়েছিলেন। ২০ তারিখ আবৃত্তির অনুষ্ঠানে ছিলেন শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়। পরের দিন যোগনৃত্য পরিবেশন করে চন্দননগরের প্রবর্তক সেবা নিকেতন। নাটক মঞ্চস্থ করেন সঙ্ঘের সদস্যরা। ২২ তারিখ ছিল সঙ্গীতানুষ্ঠান ও নৃত্যনাট্যের আসর। ২৩ জানুয়ারি ছিল শ্রীকান্ত আচার্যর গান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পবিত্র সরকার। শেষ দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলুড় মঠের মহারাজ স্বামী বেদাতিতানন্দ। ওই দিন সঙ্গীত পরিবেশিত হয়।
নক আউট ক্রিকেটে চ্যাম্পিয়ন উদয়নারায়ণপুর সবুজ সঙ্ঘ
নিজস্ব সংবাদদাতা
হাওড়ার উদয়নারয়ণপুর ভিলেজ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত নক আউট ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে উদয়নারায়ণপুর সবুজ সঙ্ঘ। গত ২৬ জানুয়ারি সোনাতলা ফুটবল মাঠে ওই টুর্নামেন্টে হাওড়া ও হগলি থেকে আটটি দল যোগ দিয়েছিল। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিধায়ক সমীর পাঁজা। ফাইনালে ওঠে উদয়নারায়ণপুর সবুজ সঙ্ঘ এবং আমতা রসপুর বীণাপানি ক্রিকেট ক্লাব। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে উদয়নারায়ণপুর চার ওভারে ৫৩ রান তোলে। এর পর জয়ের জন্য ব্যাট করতে নেমে চার ওভারে ৪২ রান তোলে আমতা রসপুর। ম্যাচে ১১ রানে জয়ী হয় উদয়নারায়ণপুর সবুজ সঙ্ঘ। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত রসপুর বীণাপানি ক্রিকেট ক্লাবের শরবিন্দু দে এবং ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন উদয়নারায়ণপুর সবুজ সঙ্ঘের রাজু পাত্র। ফাইনালে দুই আম্পায়ার ছিলেন প্রণব রঞ্জন দলুই এবং অমিত চোঙদার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy