আইপিএল নিলামের মুহূর্ত। ছবি: এক্স।
প্রথম দিন নিলামে উঠেছিলেন মোট ৮৪ জন ক্রিকেটার। তার মধ্যে বিক্রি হলেন ৭০ জন। ২৪ জন বিদেশি ক্রিকেটার বিক্রি হলেন প্রথম দিন।
৩০ লক্ষ টাকায় এই স্পিনারকে কিনে নিল কলকাতা।
২ কোটি ৬০ লক্ষ টাকায় সুযশ শর্মাকে কিনল বেঙ্গালুরু। এ বার আর কলকাতা ধরে রাখেনি এই স্পিনারকে।
গত বারের আরও এক ক্রিকেটারকে কিনল কলকাতা। বৈভবকে ১ কোটি ৮০ লক্ষ টাকায় কিনে নিল শাহরুখ খানের দল।
গত বার পঞ্জাবে খেলা আশুতোষকে ৩ কোটি ৮০ লক্ষ টাকায় কিনল দিল্লি।
১ কোটি ৭০ লক্ষ টাকায় গুজরাত কিনল লোমরোরকে।
১ কোটি ২০ লক্ষ টাকায় বিজয় শঙ্করকে কিনল ধোনির দল।
১ কোটি ৫০ লক্ষ টাকায় বাঁহাতি স্পিনারকে নিল পঞ্জাব কিংস।
৪ কোটি ২০ লক্ষ টাকায় লখনউয়ে গেলেন আব্দুল সামাদ।
রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে ৫ কোটি ২৫ লক্ষ টাকায় নমন ধীরকে কিনল মুম্বই ইন্ডিয়ান্স।
৩ কোটি ২০ লক্ষ টাকায় ভারতীয় ব্যাটারকে কিনল সানরাইজার্স হায়দরাবাদ।
গত বার কলকাতায় খেলা অঙ্গকৃশ রঘুবংশী আবার কেকেআরে। ৩ কোটি টাকায় তাঁকে কিনল কলকাতা।
৪ কোটি ২০ লক্ষ টাকায় ভারতীয় ব্যাটারকে নিল পঞ্জাব।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy