Advertisement
২৫ নভেম্বর ২০২৪

কোথায় কী

আট দিনের শিশু উত্‌সব ও মেলা চলছে উলুবেড়িয়ার তুলসীবেড়িয়া ফুটবল ময়দানে। তুলসীবেড়িয়া পিপল অ্যাসোসিয়েশন ফর রিডিংয়ের উদ্যোগে এই উত্‌সব শুরু হয়েছে ১৯ ডিসেম্বর থেকে। উদ্বোধন করেন মহকুমা তথ্য আধিকারিক অনন্যা মজুমদার। বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে উত্‌সবের সূচনা হয়।

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৪ ০০:৫৪
Share: Save:

উলুবেড়িয়ায় শিশু উত্‌সব

আট দিনের শিশু উত্‌সব ও মেলা চলছে উলুবেড়িয়ার তুলসীবেড়িয়া ফুটবল ময়দানে। তুলসীবেড়িয়া পিপল অ্যাসোসিয়েশন ফর রিডিংয়ের উদ্যোগে এই উত্‌সব শুরু হয়েছে ১৯ ডিসেম্বর থেকে। উদ্বোধন করেন মহকুমা তথ্য আধিকারিক অনন্যা মজুমদার। বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে উত্‌সবের সূচনা হয়। বিভিন্ন দিনে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, ক্যুইজ, ছড়া, গল্প, বক্তৃতা, যোগ-ব্যায়াম ইত্যাদি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে বাউল গান, তরজা, লোকগীতি, নৃত্যনাট্য, আবৃত্তি, আলোচনা, ম্যাজিক শো, নাটক ইত্যাদি। মেলায় ৩০টি স্টল হয়েছে। প্রদর্শনীতে আছে বিভিন্ন ধরনের মাটির মডেল, চিত্র প্রদর্শনী, ফুল, কৃষি, বিজ্ঞান ইত্যাদি। মূল মণ্ডপের বাইরের মাঠে বসেছে নাগরদোলা এবং রকমারি খেলনা, মনোহারি জিনিস ও খাবারের দোকান। প্রতিদিনই ভিড় উপচে পড়ছে। আজ, শুক্রবার মেলার শেষ দিন বলে জানিয়েছেন মেলা কমিটির সম্পাদক রঘুনাথ কোঁড়া।

স্কুলের রজতজয়ন্তী

তিন দিন ধরে বাগনানের মুগকল্যাণ এলাকার একটি বেসরকারি কিন্ডার গার্ডেন স্কুলের রজতজয়ন্তী উত্‌সব হয়ে গেল। মুগকল্যাণ বাবুর মাঠে ওই উত্‌সবে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, আবৃত্তি, নৃত্যনাট্য ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও ছিল বিজ্ঞান ও আলোক-চিত্র প্রদর্শনী। এর আগে অঙ্কন, সঙ্গীত, নৃত্য ইত্যাদি প্রতিযোগিতা হয় তিনশোরও বেশি ছাত্রছাত্রী তাতে অংশ নেয়। উত্‌সবের উদ্বোধন করেন বারাসত রামকৃষ্ণ মিশনের উপাধ্যক্ষ স্বামী অকলমোষানন্দ। উপস্থিত ছিলেন শিশু চিকিত্‌সক অনুপকুমার মঙ্গল, সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার প্রমুখ।

ঘড়ির শতবর্ষ পালন চুঁচুড়ায়

চুঁচুড়ার ঘড়ির মোড়ের বিখ্যাত ঘড়িটির শতবর্ষ উপলক্ষে চুঁচুড়ায় অনুষ্ঠান হল এক ফিজিওথেরাপিস্টের উদ্যোগে। গত ১৪ ডিসেম্বর ঘড়ির মোড়ের অদূরে ডিএম ময়দানে ওই অনুষ্ঠন হয়। আর কে চট্টোপাধ্যায় নামে ওই ফিজিওথেরাপিস্ট জানান, অনুষ্ঠানে একশো জন প্রবীণ মানুষকে সংবর্ধিত করা হয়। ১ থেকে ১০ বছর বয়সী ২৫ জন ক্যান্সার আক্রান্ত এবং পঁচিশ জন থ্যালাসেমিয়া আক্রান্তের বাড়ির লোকের হাতে অর্থ সাহায্য তুলে দেওয়া হয়। বিভিন্ন সময়ে দুর্ঘটনায় মৃত ১০ জনের পরিবারকেও টাকা দিয়ে সাহায্য করা হয়। পঁচিশ জন অবসারপ্রাপ্ত অফিসারকে ভাল কাজের জন্য রুপোর মেডেল দেওয়া হয়। তেত্রিশ জন সাধারণ মানুষকেও ভাল কাজের জন্য পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে এসেছিলেন গায়িকা আরতী মুখোপাধ্যায়, অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, কৌতুক শিল্পী উত্তম দাস প্রমুখ।

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy