Advertisement
০২ নভেম্বর ২০২৪

যুব কংগ্রেস নেতার দেহ উদ্ধার, খুনের অভিযোগ

রেললাইনের ধার থেকে কংগ্রেসের এক যুব নেতার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে সিঙ্গুরের ১১ নম্বর রেল গেটের কাছে দেহটি উদ্ধার হয়। মৃতের নাম নবারুণ চৌধুরী (৩০) ওরফে বাপ্পা।

নিজস্ব সংবাদদাতা
সিঙ্গুর শেষ আপডেট: ০১ মার্চ ২০১৬ ০১:০৩
Share: Save:

রেললাইনের ধার থেকে কংগ্রেসের এক যুব নেতার মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে সিঙ্গুরের ১১ নম্বর রেল গেটের কাছে দেহটি উদ্ধার হয়। মৃতের নাম নবারুণ চৌধুরী (৩০) ওরফে বাপ্পা। বাড়ি সিঙ্গুরের শান্তিপূরম এলাকায়। বছর কয়েক আগে স্থানীয় এক তরুণীর সঙ্গে তাঁর বিয়ে হয়। কিছু দিন অন্য এক যুবককে বিয়ে করেন মেয়েটি। সম্পর্কের টানা পড়েনেই নবারুণকে খুন করা হয়েছে বলে তাঁর পরিবারের অভিযোগ। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নবারুণ ইমারতি জিনিসের ব্যবসা করতেন। কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি-র নেতা ছিলেন। রবিবার রাতে তিনি বেগমপুরে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে রাত ১২টা নাগাদ মোটরবাইকে বাড়ির দিকে রওনা হন। কিন্তু বাড়িতে ফেরেননি। সোমবার ভোরে রেললাইনের ধারে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। অল্প দূরে মোটরবাইকটি পড়েছিল। রেল পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠায়। মা সুপ্রিয়াদেবী শেওড়াফুলি জিআরপি থানায় ছেলেকে খুনের লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে শেওড়াফুলি জিআরপি থানার পুলিশ। জেলা আইএনটিইউসি নেতা অজিত চক্রবর্তী বলেন, ‘‘রাজনীতিতে বাপ্পার কোনও শত্রু ছিল না। প্রণয়ঘটিত কারণেই ওঁকে খুন করা হয়েছে বলে মনে হচ্ছে।’’

অন্য বিষয়গুলি:

youth congress leader Death rail line
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE