পুড়ে গিয়েছে বাড়ি। সেখান থেকেই আস্ত থাকা জিনিসপত্র কুড়িয়ে রাখছে খুদেরা। ছবি: সুব্রত জানা।
পুড়ে ছাই হয়ে গেল সাতটি বাড়ি ও একটি গোয়ালঘর। রবিবার রাতে ঘটনাটি ঘটে আমতা ২ ব্লকের ধাড়াপাড়া এলাকায়। দমকলের দু’টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এলাকাটি ঝামটিয়া পঞ্চায়েতের মধ্যে পড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই দিন রাত ৯টা নাগাদ হঠাৎই বিকাশ দলুইয়ের গোয়ালঘরে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে অবশ্য আগুন ছড়িয়ে পড়েছে পাশের বাড়িগুলিতে। কিছুক্ষণের মধ্যে খড়ের চালের মাটির সাতটি বাড়ি আগুনের গ্রাসে চলে যায়। ক্ষতিগ্রস্ত হয় ৫টি পরিবার। জামাকাপড়, খাবার-সহ পুড়ে গিয়েছে। শীতের রাতে বাইরে দিন কেটেছে তাঁদের। অনেকে অবশ্য পড়শিদের বাড়িতে আশ্রয় পেয়েছেন। সোমবার এলাকায় যান আমতার বিধায়ক অসিত মিত্র, আমতা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মিঠু বারুই-সহ আরও অনেকে। বিডিও সিরাজ ইব্রাহিম লাখানি জানান, ‘‘ক্ষতিগ্রস্তদের ত্রিপল, শীতবস্ত্র, রান্নার সরঞ্জাম দেওয়া হয়েছে। সকলের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া আহত গরুগুলির চিকিৎসার জন্য ডাক্তার পাঠানো হয়েছিল।’’
দমকল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মশা তাড়ানোর জন্য গোয়ালঘরে আগুন জ্বালিয়ে ধোঁয়া দেওয়া হয়েছিল। সেখান থেকেই আগুন লেগে থাকতে পারে। স্কুল পড়ুয়া রঙ্গনা হাজরা, দেবব্রত হাজরাদের কথায়, ‘‘কয়েকদিন আগে স্কুল থেকে বই দিয়েছিল। সব পুড়ে গিয়েছে!’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy