Advertisement
০৪ নভেম্বর ২০২৪
Serampore

মৃত প্রসূতি, চিকিৎসায় গাফিলতির অভিযোগ

মৃতার পরিজনেরা হাসপাতালে ভিড় করেন। শুরু হয় বিক্ষোভ।

হাসপাতালে বিক্ষোভ। নিজস্ব চিত্র।

হাসপাতালে বিক্ষোভ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শ্রীরামপুর শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২১ ০৬:২০
Share: Save:

এক প্রসূতির মৃত্যুতে চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তুলে রবিবার সন্ধ্যায় শ্রীরামপুর ওয়া‌লশ হাসপাতালে বিক্ষোভ দেখা‌লেন আত্মীয়েরা। এ ব্যাপারে শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। মৃতার নাম কৃষ্ণা খাঁ তাঁতি (২০)। বাড়ি চণ্ডীতলার নৈটী গ্রামে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ১১টা নাগাদ প্রসব যন্ত্রণা নিয়ে ওই বধূকে ওয়ালশ হাসপাতালে ভর্তি করানো হয়। বিকেলে অস্ত্রোপচার করে পুত্রসন্তান ভূমিষ্ঠ হয়। স্বামী উত্তম তাঁতি জানান, তাঁদের জানানো হয়, ছেলে ভাল আছে। তবে কৃষ্ণার শারীরিক অবস্থা জটিল। সেই সময়ে তাঁকে দিয়ে একটি কাগজে সই করিয়ে নেওয়া হয় বলে উত্তমের দাবি। সন্ধ্যায় জানানো হয়, কৃষ্ণা মারা গিয়েছেন। এর পরেই মৃতার পরিজনেরা হাসপাতালে ভিড় করেন। শুরু হয় বিক্ষোভ। খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ চলে আসে। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। উত্তমের অভিযোগ, ‘‘ভুল চিকিৎসাতেই স্ত্রীর মৃত্যু হয়েছে। পুলিশ সঠিক তদন্ত করে ব্যবস্থা নিক।’’ হাসপাতাল সুপার জয়ন্ত সরকার বলেন, ‘‘অস্ত্রোপচারের মধ্যেই ওই মহিলার শরীরে জটিলতা দেখা দেয়। উনি হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে সিসিইউতে নিয়ে যাওয়া হয়। সন্তান ভূমিষ্ঠ হলেও অনেক চেষ্টা সত্বেও মহিলাকে বাঁচানো যায়নি।’’

অন্য বিষয়গুলি:

Serampore Death pregnant woman Rage
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE