প্রতীকী ছবি।
বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও ঠিকঠাক পাচ্ছেন কিনা তা হাতে-কলমে দেখতে চায় কেন্দ্র। তাই আগামী ২৬ জুন রাজ্যে আসছে জাতীয় সংখ্যালঘু কমিশনের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। ওইদিন দলটির হাওড়াতেও আসার কথা। দলের সদস্যেরা সরকারি প্রকল্পে সংখ্যালঘুরা কতটা উপকৃত, তা নিয়ে যেমন জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে আলোচনা করবেন, তেমনই সরাসরি কথা বলবেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সঙ্গেও। ওই বৈঠক নিয়ে জেলা প্রশাসনের অন্দরে এখন সাজো সাজো রব।
জেলা প্রশাসন সূত্রের খবর, ওই কমিশনের প্রতিনিধিরা শুধুমাত্র সংখ্যালঘুদের জন্য যে সব প্রকল্প আছে সেগুলির বিষয়েই জানতে চাইছেন, এমন নয়। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আর্থিক সহায়তায় চলা সব প্রকল্পে সংখ্যালঘুদের কতটা অংশ উপকৃত সে বিষয়টি জানতেও আগ্রহী।
জেলা প্রশাসনের এক কর্তা জানান, যে সব প্রকল্পের রিপোর্ট প্রস্তুত রাখা হচ্ছে সেগুলি হল— বাংলা আবাস যোজনা, আমার বাড়ি, কন্যাশ্রী, প্রতিবন্ধী পেনশন, বয়স্ক-ভাতা, বিধবা ভাতা প্রভৃতি। এমনকি, রাজ্য সরকার বিবেকানন্দ স্বনির্ভর প্রকল্পে বেকার যুবকদের ব্যবসা করতে ৫ লক্ষ টাকা করে যে ঋণ দেয়, তাতেও সংখ্যালঘুরা কতটা উপকৃত তার সবিস্তার তথ্যও হাতের কাছে রাখা হচ্ছে। তা ছাড়াও, সংখ্যালঘুদের বিভিন্ন বৃত্তি, ছাত্রাবাস তৈরি, চাকরির প্রশিক্ষণ, কারিগরি শিক্ষা বা এমএসডিপি (মাল্টি-সেক্টোরাল ডেভেলপমেন্ট প্রজেক্ট)-র মতো বিভিন্ন প্রকল্পে সংখ্যালঘুদের উপকৃত হওয়ার তথ্যও থাকছে। এর সঙ্গে সরকারি প্রকল্পে সুবিধাপ্রাপ্ত সংখ্যালঘু মানুষজনকে প্রস্তুত রাখা হচ্ছে, যাতে কমিশনের প্রতিনিধিরা সরাসরি তাঁদের সঙ্গে কথা বলতে পারেন। সেই কারণে ওইদিন প্রতিটি ব্লক থেকে এক-একটি প্রকল্প থেকে সহায়তা পেয়েছেন, এমন পাঁচ জন সংখ্যালঘু মানুষকে নিয়ে যাওয়ার জন্য বিডিও-দের নির্দেশ দেওয়া হয়েছে।
কেন এই পরিদর্শন?
কমিশনের তরফ থেকে তাঁদের কাছে এর কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি বলে হাওড়া জেলা প্রশাসনের কর্তাদের দাবি। তাঁরা জানিয়েছেন, আগে কখনও এ ভাবে কমিশনের কোনও প্রতিনিধি দল আসেনি। জেলা প্রশাসনের একটি অংশের অনুমান, দ্বিতীয় দফায় নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার গঠিত হওয়ার পরে ‘সব কা সাথ, সব কা বিকাশ’-এর নীতিকে কঠোর ভাবে অনুসরণ করা হচ্ছে। কমিশনের সফর তারই অঙ্গ। জেলা প্রশাসনের কর্তাদের কেউ কেউ মনে করেন, পুরোপুরি সংখ্যালঘুদের জন্য কিছু প্রকল্প থাকলেও সাধারণ ভাবে সকলের জন্য যে সব সরকারি প্রকল্প আছে, সেখানে সংখ্যালঘুরা বঞ্চিত হচ্ছেন কিনা, সেটা দেখে নিতে চাইছে কেন্দ্র।
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy